
দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের একটি সিসিটিভি ভিডিও ফুটেজ শেয়ার করে সেটিকে হাওড়া জেলায় অবস্থিত লিলুয়া স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ২০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”আজ সকালে লিলুয়া র ঘটনা 😔।“
তথ্য যাচাই করে আমরা ভাইরাল দাবিটিকে ভুয়ো ও বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। ২০১৯ সালে হায়দেরাবাদের কেচেগুদার কাছে ট্রেন দুর্ঘটনার দৃশ্যকে লিলুয়ার দাবি করে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
লিলুয়াতে সম্প্রতি কোন ট্রেন দুর্ঘটনা ঘটেছে কি না জানতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। সংবাদ প্রতিবেদন মারফত জানা যায় যে, ২৮ মে তারিখে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইন চ্যুত হয়েছিল। ২৮ মে তারিখের সকালে শেওড়াফুলি থেকে আসা খালি ট্রেন লিলুয়া থেকে ছেড়ে হাওড়া যাওয়ার পথে লাইন চ্যুত হয়েছিল। এই দুর্ঘটনায় কারও আহত, নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফেসবুক পোস্টের ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় যে, ভিডিওতে ‘VoA” লেখা যুক্ত একটি লোগো রয়েছে। এটিকে মাথায় রেখে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Voice of America’-এর ইউটিউব চ্যানেলে হুবহু এই ভিডিওটি পেয়ে যায়। ১২ নভেম্বর, ২০১৯, তারিখে আপলোড করা এই ভিডিওর বর্ণনা থেকে জানা যায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনাটি ঘটেছিলো হায়দেরাবাদের দক্ষিণ শহরে।
ফেসবুক পোস্টের ট্রেন দুর্ঘটনার ঘটনাটি ২০১৯ সালের ১১ নভেম্বর তারিখে হায়দেরাবাদের কেচেগুদা স্টেশনের কাছে ঘটেছিলো। এই সংঘর্ষ ঘটেছিলো লিঙ্গামপল্লী-ফালাকনুমা মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম (এমএমটিএস) এবং কুর্নুল-সেকেন্দ্রাবাদ হান্ড্রি ইন্টারসিটি এক্সপ্রেস (১৭০২৮)-এর মাঝে। যার ফলে, ১৫ জন আহত হয়েছিল এবং এমএমটিএস ট্রেনের চালক গুরুতরভাবে আহত হয়েছিলেন।
অন্যান্য প্রতিবেদনেও ট্রেন দুর্ঘটনার এই ভিডিওটিকে ২০১৯ সালের ১১ নভেম্বর তারিখে হায়দেরাবাদের কেচেগুদা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার বলে রিপোর্ট করেছে।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, লিলুয়ায় ট্রেন দুর্ঘটনার দৃশ্য বলে দাবি করা ভাইরাল ফেসবুক পোস্টটি বিভ্রান্তিকর। ২০১৯ সালে হায়দেরাবাদের কেচেগুদার কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের দৃশ্যকে লিলুয়ার ট্রেন দুর্ঘটনা বলে শেয়ার করা হচ্ছে।

Title:হায়দেরাবাদের কেচেগুদা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার পুরনো ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার
Written By: Nasim AResult: False