সম্প্রতি ফেসবুকে থুতু জিহাদের নামে একটি ভিডিও পোস্ট বেশ ঘুরপাক খাচ্ছে। ১ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওটি একটি সংবাদ উপস্থাপনের অংশ যেখানে একজন ব্যাক্তিকে একটি পাত্র থেকে গ্লাসে জল ঢালার পর তাতে থুতু ফেলতে দেখা যাচ্ছে এবং সংবাদ উপস্থাপক জানাচ্ছেন যে এটি আলিগড়ের আদালতের ঘটনা। আরও বলছেন ভিডিওর ব্যাক্তি আদালতের পিয়ন গ্লাসে জল ঢালার পর তাতে থুতু দিয়ে বিচারককে পান করান। এই ঘটনা সামনে আসার পর সেই পিয়ন কে চাকরীচ্যুত করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ব্যাক্তিটি মুসলিম। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” থুতু জিহাদ এখন আদালতের বিচারকের পানীয় জল অব্দি পৌঁছে গেছে..।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওর ব্যাক্তির নাম বিকাশ গুপ্ত। ভাইরাল এই ঘটনায় সাম্প্রদায়িকতার কোন সংযোগ নেই।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ফেসবুক পোস্টের সংবাদ উপস্থাপনটি খুঁজে বের করি। সংবাদ মাধ্যম ‘Nation One News’-এর এই উপস্থাপনটি ২০১৮ সালের ২৯ মে তারিখে ইউটিউবে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,” আলিগড়: থুতু দিয়ে জল, দেখুন ঘরে বন্দী পিয়নের লজ্জাজনক কাজ।“

সংবাদ রিপোর্ট অনুযায়ী, আলীগড়ের বিচার বিভাগীয় কর্মকর্তার অফিসে রাখা বোতল থেকে জল গ্লাসে করে বিচারককে খাওয়াতেন আদালতে কর্মরত এক পিয়ন এবং সেই জল পান করতেন মহিলা সিভিল বিচারক। গ্লাসের সেই জলের প্রতি একদিন সেই বিচারকের মনে সন্দেহ জাগে। তাই, তিনি টেবিলের ওপর মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেখে দেন যেখানে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। পরে লক্ষ্য করেন যে পিয়ন জল প্রদানের আগে সেই গ্লাসে থুতু দিচ্ছে। তারপরেই শুরু হয় হাঙ্গামা এবং সেই পিয়ন কে নিলম্বিত করা হয়।

প্রতিবেদন আর্কাইভ

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, পানির গ্লাসে থুথু দিয়ে জল প্রদানকারী ব্যাক্তি ছিলেন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যার নাম বিকাশ গুপ্ত।

প্রতিবেদন আর্কাইভ

ফেসবুক পোস্টের ভাইরাল ভিডিওটি থুতু জিহাদের নামে শেয়ারকারী এক এক্স প্রোফাইলের কমেন্টে আলিগড় পুলিশ লিখেছেন,”অনুগ্রহ করে সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর পোস্ট করবেন না। উপরের ঘটনাটি ২০১৮ সালের, যাতে পিয়নের বিরুদ্ধে তৎকালীন সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল।“

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, থুতু জিহাদের নামে ভাইরাল ভিডিওটির সাথে সাম্প্রদায়িকতার কোন যোগ নেই। গ্লাসে থুতু প্রদানকারী মুসলিম সম্প্রদায়ের নয়। তার নাম বিকাশ গুপ্ত।

Avatar

Title:আলীগড়ের আদালতে পিয়ন কর্তৃক গ্লাসের জলে থুতু মেশানোর পুরনো ভিডিওকে সাম্প্রদায়িক রঙে শেয়ার

Written By: Nasim A

Result: Misleading