২০২৩ এর অক্টোবর মাস থেকে চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষের জেরে ৩৬,২৮৪ জন ফিলিস্তিনি নিহিত ও ৮১,৭৭৭ জন আহত এবং ইসরায়েলের নিহতের সংখ্যা কমপক্ষে ১,১৩৯ দাঁড়িয়েছে। ২৬ মে দক্ষিণ গাজা উপত্যকার ফিলিস্তিনি শহর রাফাহতে একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জনের প্রান কেড়েছে যার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়াই পোস্টের বন্যা নেমেছে। এই আবহে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ভারতীয় দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পোস্টের ভিডিওতে জনগণের একটি ভিড়কে একটি বিল্ডিঙে আগুন আগিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েল ও ভারতীয় দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলের দূতাবাসে আগুন লাগানোর ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০২৩ সালের ১৮ অক্টোবর তারিখের।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, মিশরীয় সংবাদ মাধ্যম ‘Al-Masry Al-Youm’-এর ইউটিউব চ্যানেলে ভিডিওকে ঘিরে সংবাদ উপস্থাপন পেয়ে যায়। ভিডিওটি ২০২৩ সালের ১৮ অক্টোবর তারিখে আপলোড করে শিরোনামে লেখা হয়েছে,”তুরস্কে ইসরায়েলি দূতাবাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা।“

Mojo Story-এর ইউটিউব চ্যানেলেও ভিডিওটি ২০২৩ সালের ১৮ অক্টোবর তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”তুরস্কে ইসরায়েলি দূতাবাসে আগুন।| ইসরায়েল হামাস সংঘাত।“

একই তথ্য সহকারে ভিডিওটি Kendine Muhabir-এর এক্স প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে।

নিষ্কর্ষঃ

তথ্যের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো জানতে পেরেছে যে, ২০২৩ সালের ১৮ অক্টোবর তারিখে ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতার ভিড় তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইসরাইলের দূতাবাসে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শনের ভিডিওকে সম্প্রতির দাবি করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:সম্প্রতি ইস্তাম্বুলে অবস্থিত ভারতীয় ও ইসরায়েল দুতাবাসে আগুন লাগাচ্ছে বিক্ষোভকারীরা? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: Missing Context