না, অভিজিৎ তাহ বর্ধমান-দুর্গাপুরের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেসনি
৪ জুনে ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। বিজেপির জোট ‘এনডিএ’ ২৯২টি আসনে এবং অপরপক্ষে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ২৩২টি আসন নিজেদের দখলে করেছেন। বঙ্গ রাজনীতির ফলাফলেও দেখা গেছে একধরনের চমক। ৪২টি আসনের মধ্যে শাসক দল টিএমসি ২৯টি আসনে, বিজেপি ১২টি আসনে এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে। রাজ্যের কয়েকটি কেন্দ্রে হেভি ওয়েট প্রার্থি যেমন অধীর রঞ্জন চৌধুরী, দিলিপ ঘোষ, নিশীথ প্রামানিক সহ আরও কয়েকজন এই নির্বাচনে হারের সামনা করেছেন। বর্ধমান-দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পরাজয়ের পর থেকেই বর্ধমান-দুর্গাপুরের জেলা সভাপতি অভিজিৎ তাহ-এর পদত্যাগ করার নামে একটি নোটিশ সোশ্যাল মিডিয়াই বেশ ভাইরাল হচ্ছে। এই নোটিশে লেখা হয়েছে,”আমি অভিজিৎ তাহ, বর্ধমান-দুর্গাপুর জেলা সভাপতি। আমি সাংগঠনিক নেতা হিসেবে অযোগ্য এবং দলকে দুইবার জিততে পারিনি। তাই, আমি নৈতিক দায়িত্ব নিয়ে দলের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।“
এই নোটিশ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন বর্ধমান দুর্গাপুরের জেলা সভাপতি অভিজিৎ তা, সেখানে আমাদের প্রার্থী ছিলেন মাননীয় দিলীপ ঘোষ, উনি হেরেছেন ১ লক্ষ ভোটে। কিন্তু আমাদের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি এতটাই নির্লজ্জ যে…।“
তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি যে অভিজিৎ তাহ-এর পদত্যাগ করার নামে ভাইরাল নোটিশটি ভুয়ো। অভিজিৎ তাহ জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেনি।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা বর্ধমান-দুর্গাপুর জেলা সভাপতি অভিজিৎ তাহ-এর সাথে যোগাযোগ করি। ফেসবুক পোস্টের দাবিকে খণ্ডন করে তিনি আমাদের জানান যে,”আমার পদত্যাগ করার নামে ভাইরাল নোটিশটি ভুয়ো। আমি পদত্যাগ করিনি। আমার অন্য কোন চিঠিকে সম্পাদনা করে এবং সই জাল করে আমার পদত্যাগ করার নামে ভুয়ো নোটিশ ভাইরাল করা হচ্ছে। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং এর বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে আমার আইনি দল।“
পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভাইরাল এই নোটিশকে ভুয়ো বলে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে এবং ক্যাপশনে লিখেছেন,”মিথ্যাচার থেকে দূরে থাকুন।“
নিষ্কর্ষঃ
তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বর্ধমান-দুর্গাপুর জেলার সভাপতি অভিজিৎ তাহ-এর পদত্যাগ করার নামে ভাইরাল নোটিশটি ভুয়ো। তিনি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেনি।
Title:না, অভিজিৎ তাহ বর্ধমান-দুর্গাপুরের জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করেসনি
Fact Check By: Nasim AkhtarResult: False