
২৯ জুনে টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় দল একটি ম্যাচও পরাজিত না হয়ে এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপের খেতাব নিজের নামে করেছে। এই প্রসঙ্গে অভিনেত্রী জেনেলিয়া দেশ্মুখ সহ আরও কয়েকজনের নাচের একটি ভিডিওকে শেয়ার করে দাবি করা হচ্ছে, T-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট ফ্যানদের সেলিব্রেশন করার ভিডিও। ১১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” 🇮🇳💝 T-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট ফ্যানদের সেলিব্রেশন 🦸🏼💃🏼🕺🏼আহা আহা কী দৃশ্য 🏆🇮🇳 #fbreels #T20WC2024 #trendingreels #TeamIndia #india #t20cricket #T20WorldCup2024 #bumrah #Jaspritbumrah #bumrah #bawandarbumrah #bavandarbumrah #trendingreels #T20WC2024 #t20cricket #teamIndia #cricket #T20WorldCup2024 #T20WorldCup #india #fbreelsfypシ゚viralシfbreelsfypシ゚viralシ ******এমন অসংখ্য প্রশ্নের আপডেট পেতে আমাদের পেজটি ভালো করে সঙ্গে থাকুন 🫵🏼💝🎉।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২৪ সালের সেলিব্রিটি ক্রিকেট লীগের ম্যাচে জেনেলিয়ার ডান্স করার পুরনো ভিডিওকে টি২০ বিশ্বকাপের আবহে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বোঝা যাই ভিডিওটি কোন স্টেডিয়ামে ক্যামেরাবন্দি করা হয়েছে। স্টেডিয়ামের গ্যালারির লাইনে লেখা রয়েছে- celebrity cricket league। এটিকে সূত্র ধরে আমরা celebrity cricket league-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে এই ভিডিওটিকে খুঁজে দেখি। ভিডিওটি ১৫ মার্চ তারিখে পোস্ট করা হয়েছে। সেই ম্যাচে মুম্বাই দলের সমর্থনে অভিনেত্রী আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে নাচ করছিলেন। মুম্বাই দলের অধিনায়ক ছিলেন রিতেশ দেশ্মুখ। জেনেলিয়া দেশ্মুখ, রিতেশ দেশ্মুখের স্ত্রী।
যা থেকে স্পষ্ট হয়ে যায় যে, ভিডিওটি টি২০ বিশ্বকাপের আগের এবং টি২০ বিস্বাকপের সাথে সম্পর্কিত নয়।
সেলিব্রিটি ক্রিকেট লীগের অন্যান্য ম্যাচে মুম্বাই দলের সমর্থনে জেনেলিয়ার নাচের ভিডিও গুলো নীচে রইলঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সেলিব্রিটি ক্রিকেট লীগে মুম্বাই-এর সমর্থনে জেনেলিয়া দেশ্মুখের নাচের পুরনো ভিডিওকে টি২০ বিশ্বকাপের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

Title:টি২০ বিশ্বকাপের আবহে সেলিব্রিটি ক্রিকেট লীগের ম্যাচে জেনেলিয়া দেশমুখের নাচের পুরানো ভিডিও শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context