দেশ জুড়ে কৃষক আন্দোলনের খবর এখন বেশ চর্চায়। ১৩ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আন্দোলন সরকারের সাথে চতুর্থবারের মত কথা বলার পরেও সরকার কৃষকদের দাবিগুলো মেনে নিতে পারেনি। এই আন্দোলনের আবহে সোশ্যাল মিডিয়ায় চলছে দে দানা দান পোস্ট। জলাশয়ের মধ্য দিয়ে ট্রাক্টর পারাপারের একটি ভিডিও শেয়ার সেটিকে চলমান কৃষক আন্দোলনের বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” কৃষক আন্দোলনের কৃষকদেরকে আটকাতে রাস্তাতে পেরেক পুতে রেখেছে মোদী সরকারের পুলিশ। বড়ো বড়ো ব্যারিকেড সাজানো হয়েছে, তাই কৃষকরা রাস্তা পাল্টে নদীর উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে রাজধানী পৌঁছাচ্ছে 🔥🔥 এদেশ কৃষকদের, মোদী বা RSS এর নয়! কৃষক আন্দোলন জিন্দাবাদ ❤✊।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল দাবিটি ঠিক নয়। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওটির সত্যতা যাচাই প্রক্রিয়া ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে শুরু করি। দেখা যায় যে ভিডিওর ট্রাক্টরের ট্রলি ‘PAW’ লেখা রয়েছে। এটিকে সূত্র ধরে গুগল সার্চ করতেই ‘paw_bilga’ নামের একটি ইন্সতা হ্যান্ডেল পাওয়া যায় যেখানে এই ধরনের ট্রাক্টর ও ট্রলি দেখতে পাওয়া যায়।

https://www.instagram.com/paw_bilga/

বিভিন্ন ধরনের ট্রলির মধ্যে একটি শব্দ মিল ছিল সেটা হল PAW।

অন্যান্য ট্রলিগুলোতে লেখা রয়েছে ‘SIDHU, NIJJAR, KANG, CHAHAL, PAWRA, CHEEMA’ জাতীয় শব্দ। এই গুলোকে মাথায় রেখে সার্চ করলে ‘luxury_trolley_wale’ নামের ইন্সতা প্রোফাইল পাওয়া যায় যেখানেও বহু ট্রাক্টর ও ট্রলির ছবি, ভিডিও পাওয়া যায়। এই প্রোফাইলের মাধ্যমে ‘taljinder_singh_cheema’ নামের ইন্সতা প্রোফাইল পায় এবং তিনি ভাইরাল ভিডিওটি ৮ ডিসেম্বর,২০২৩, তারিখে পোস্ট করেছেন।

ফ্যাক্ট ক্রিসেণ্ডো তালজিন্দার সিং চিমার সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন,”ভিডিওটি ২০২২ সালে রূপনগর জেলার কিরাতপুর নামক একটি জলাশয়ে বৈশাখী মেলার সময় রেকর্ড করা হয়েছিল। ভিডিওটি সাম্প্রতিক কৃষক আন্দোলনের সাথে সম্পর্কিত নয়।“

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে ফেসবুক পোস্টের দাবিটি ঠিক নয়। ২০২২ সালে রূপনগর জেলার কিরাতপুর নামক একটি জলাশয়ে বৈশাখী মেলার সময় রেকর্ড করা ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও কৃষক আন্দোলনের আবহে শেয়ার

Written By: Nasim A

Result: False