সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি কয়ার হচ্ছে, খেলা হবে দিবসে বল মারতে গিয়ে পড়ে গেলে তৃনমূল বিধায়ক। ৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা পোশাক পরা একজন লোক ফুটবলে লাথি মারতে গিয়ে পা হড়কে পড়ে গেলেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#খেলা_হবে_দিবস বলের কাছে লাথি খেয়ে "খেলা হবে দিবস"এর শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক ✨।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ৫ বছর পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নিরবাচনের পর মমতা ব্যানার্জি খেলা হবে দিবসের ডাক দেন। ১৬ অগাস্ট এই দিবস পালন করা হয়। গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ‘খেলা হবে’ দিবসের সূচনা করেন মমতা।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলে কয়েকটি ফ্রেমে ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফেসবুকে এই ভিডিওর অনুসন্ধান পাওয়া যায়। ২০১৭ সালে ‘গণ অধিকার’ নামে একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওর শীর্ষকে লেখা রয়েছে, ফুটবলে লাথি মারতে গিয়ে আহিত বিধায়ক গোপাল রায়।

এই ভিডিও থেকে সুত্র নিয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সারচ করে দেখতে পাই ‘ত্রিপুরা অল নিউজ’ নামে একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। এই পোস্টেও একই দাবি করা হয়।

নিচে ভাইরাল ভিডিও এবং আসল ভিডিওর একটি তুলনা দেওয়া হল যার মাধ্যমে স্পষ্ট হয় যায় এই দুটি একই ভিডিও। ভাইরাল ভিডিওর সাদা পোশাক পরা ব্যক্তি বিধায়ক গোপাল রায় কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি তবে এই ভিডিওর সাথে তৃনমূলের কোনও সম্পর্ক নেই তা স্পষ্ট।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ৫ বছর পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:খেলা হবে দিবসে বল মারতে গিয়ে পড়ে গেলেন তৃনমূল বিধায়ক? জানুন সত্যতা

Fact Check By: Rahul A

Result: False