চলতি মাসের ৮ তারিখ ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন বেশ কিছু সংখ্যক বুথে অশান্তির জন্য ৬৯৬টি বুথে ১০ জুলাই তারিখে পুনর্নির্বাচনের আদেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এই নির্দিষ্ট সংখ্যক বুথের ফলাফলকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি গ্রাফিক পোস্ট। গ্রাফিকটি শেয়ার করে দাবি করা হচ্ছে ৩৮০টি বুথে জয়ী হয়েছে সিপিআইএম যেখানে ৬৫টি বুথে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গ্রাফিক পোস্টে লেখা হয়েছে,” যে ৬৯৬ টা পঞ্চায়েত সিটে পুনর্নির্বাচন হয়েছে তার ফলাফল কোনো মিডিয়া বলছে না। ফলাফলটা জানুন। বাম = ৩৮০, কংগ্রেস = ১২২, বিজেপি = ৯১, তৃণমূল = ৬৫, আই.এস.এফ ও অন্যান্য = ৩৮।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ৬৯৬টি বুথের ৭৬২টি আসনে পুনর্নির্বাচন হয়েছে। এই ৭৬২টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস ৪৭০টি আসনে, বিজেপি ১০৩টি, কংগ্রেস ৯১টি, সিপিআই(এম) ৬২টি আসনে এবং নির্দল ও অন্যান্য মিলিয়ে মোট ৩৬টি আসনে জয় লাভ করেছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

সংবাদমাধ্যম ’বর্তমান’-এর ১৮ জুলাই তারিখের প্রতিবেদন অনুযায়ী, ৬৯৬টি বুথের ৭৬২টি আসনের পুনর্নির্বাচনের ফলাফলে দেখা গেছে তৃনমূল কংগ্রেস ৪৭০টি আসনে জয় লাভ করেছে। (আর্কাইভ)

গ্রাফিক পোস্টের দাবিটি ভাইরাল হয়ে যাওয়ার পর খোদ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন এই তথ্যকে ভুল বলে জানিয়েছেন। নির্বাচন কমিশন আরও জানিয়েছেন যে,” পুনর্নির্বাচনের ৭৬২টি আসনের [৬৯৬+৬৬ (এই ৬৬টি আসন হল ডবল সিট)] মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ৪৭০টি আসনে।“ ১০৩টি আসনে জয়লাভ করে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, ৯১টি আসনে জয়লাভ করে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস এবং ৬২টি আসনে জয়লাভ করে চতুর্থ স্থানে রয়েছে সিপিআই(এম)। আসন জয়লাভ অনুযায়ী ক্রমের আসল তালিকাটি দেখুন নীচে।

দি ওয়াল প্রতিবেদন আর্কাইভ

’ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

তৃনমূল কংগ্রেস ৪৭০টি আসনে জয়লাভ করে প্রথম স্থানে এবং ৬২টি আসনে জয়লাভ করে সিপিআইএম চতুর্থ স্থানে, এই তথ্য ধরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্জ বিরোধীদেরকে নিশানা করে একটি ফেসবুক পোস্ট করেছেন এবং তা ঘিরেই ভিডিও প্রতিবেদনটি নীচে দেখুনঃ

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল গ্রাফিকে থাকা তথ্যগুলো ঠিক নয়। পুনর্নির্বাচিত ৬৯৬ বুথের মধ্যে ৩৮০টি আসনে জয়লাভ করে সিপিআই(এম) নয় বরং ৪৭০টি আসনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস প্রথম স্থানে রয়েছে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। গ্রাফিকের তথ্যগুলো সঠিক নয়। ৬৯৬ বুথের ৭৬২টি আসনের মধ্যে ৪৭০টি আসনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস প্রথম স্থানে রয়েছে। তাছাড়া, বিজেপি ১০৩টি, কংগ্রেস ৯১টি, সিপিআই(এম ৬২টি আসনে এবং নির্দল ও অন্যান্য মিলিয়ে মোট ৩৬টি আসনে জয় লাভ করেছে।

Avatar

Title:পুনর্নির্বাচিত ৬৯৬ পঞ্চায়েত সিটের ৩৮০টি আসনে জয়লাভ করে প্রথম স্থানে রয়েছে সিপিআই(এম)। জানুন ভাইরাল গ্রাফিকের সত্যতা

Written By: Nasim A

Result: False