সোনালি রঙের পোশাক পরিধান করে থাকা মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছবিটি সম্পাদিত  

Altered Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে ধনকুবের মুকেশ আম্বানি ও স্ত্রী নিতা আম্বানির একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তারা ১৬০০ কোটি দামের সোনার তৈরি পোশাক পরিধান করে আছে। ছবিতে দুজনকেই সোনালি রঙের পোশাক পরিধান করে পোজ দিতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”একদিকে দেশ যখন বেকারত্বে জেরবার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের জীবন দুর্বিসহ তখন চৌকিদারের মালিক এবং মালকিন ১৬০০ কোটির সোনার পোশাক পরে বিভিন্ন এঙ্গেল থেকে ছবির পোজ দিচ্ছেন। আর দেবেন নাই বা কেন _চৌকিদার তো ৩০০০কোটি মকুব করে দিয়েছেন। এই টুকু আয়েশ করা যেতেই পারে!!!।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ভাইরাল ছবিটি সম্পাদিত। অন্য পোশাক পরিধান করে থাকার একটি ছবিকে সম্পাদিত করে সোনালি রঙের পোশাক করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

ছবিটি লক্ষ্য করলে বোঝা যাবে যে, সাধারন ছবির থেকে এই ছবিতে কিছু অসঙ্গতি রয়েছে যেমন নিতা আম্বানীর হাত দুটো আলাদা রকম ভাবে ভেসে রয়েছে এবং তার ডান হাতের কাধ বাঁকা হয়ে আছে, মুকেশ আম্বানির গলার সাথে শরীরের সামঞ্জস্য ঠিক নেই। তাছাড়া, তাদের ব্যাকগ্রাউন্ড থেকে দুজনের ছবি ভেসে ভেসে আছে বলে মনে হচ্ছে। যা থেকে প্রাথমিক সন্দেহের সঞ্চার হয়।

ভাইরাল এই ছবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একইরকম ভঙ্গিতে দাড়িয়ে থাকার একটি ছবি ‘দি মিন্ট’-এর প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০১৯ সালের যখন শিল্পপতি মুম্বাই দীপাবলি উপলক্ষ্যে পার্টি আয়োজন করেছিল। এই আয়জনে সালমান খান থেকে শুরু করে অর্জুন কাপুর, কার্তিক আরয়ান সহ অনেক বলিউড অভিনেতা, অভিনেত্রীরা হাজির হয়েছিলেন। ছবিতে নিতা আম্বানিকে গুলাবি রঙের পোশাক এবং মুকেশ আম্বানিকে সাদা জামার সাথে গেরুয়া রঙের কোট পরে থাকতে দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটিও ভাইরাল ছবির থেকে আলাদা। 

এই আয়জনে ধনকুবের যুগল এই পরিধানেই ছিল। তাদের অন্যানা ছবি গুলো দেখতে ক্লিক করুন এখানে।   

তাছাড়া, ‘এশিয়ানেট নিউজ, prokerala.com সহ অন্যান্য সংবাদ প্রতিবেদনেও এই ছবি পাওয়া যায়। 

নীচে ভাইরাল ছবি ও আসল ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মুকেশ আম্বানির ও ঙ্কিতা আম্বানির সোনার পোশাক পরে থাকার দাবিটি মিথ্যা। ভাইরাল ছবিটি সম্পাদিত করে তৈরি করা হয়েছে। তারা আসলে অন্য রঙের সাধারন পোশাক পরিধান করেছিলেন।

Avatar

Title:সোনালি রঙের পোশাক পরিধান করে থাকা মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছবিটি সম্পাদিত

Written By: Nasim A 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *