১৯ নভেম্বর তারিখে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল সম্পন্ন হল। ভারত বনাম অস্ট্রেলিয়ার এই খেলা ৬ উইকেটে জয়ী হয়ে ছয়তম খেতাব নিজেদের নামে করেছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই হারের পর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের মাঝে। এরই মাঝে ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ট্রফি হাতে এবং তার সাথে কোন কথা না বলেই মঞ্চ থেকে নেমে যেতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়ান দলের অধিনায়ককে অভিনন্দন না জানিয়ে পুরস্কার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন প্রধানমন্ত্রী মোদি।

ক্যাপশনে লেখা হয়েছে,” হয়ে গেলেন অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ক্যাপ্টেন প্যাট কামিন্স🙄🤔 অস্ট্রেলিয়া কে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলে না দিয়ে,হ্যান্ডসেইক না করে,কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে চলে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি🥹😡 ইন্ডিয়া জিতে গেলে তো হাফ স্ক্রিন জুড়ে এসে বক্তৃতা ঝাড়তো এই লেকটা !! অসহ্য😡😡😡 প্যাট কামিন্স সত্যি অনেক কষ্ট পেয়েছে😥 #cwc2023 #NarendraModi #AUSvsIND #champion #PatCummins #cricket #2023final #CWC23 #worldcup2023 #final2023 #ICCWorldCup #Maxwell।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। প্রধানমন্ত্রী মোদি প্যাট কামিন্সকে উপেক্ষা করে, অভিনন্দন না জানিয়ে মঞ্চ ছেড়ে চলে যাননি। প্রথমে প্যাট কামিন্সের সাথে করমর্দন করে অভিনন্দন এবং পরক্ষনে বিশ্বকাপ ট্রফি হস্তান্তর করে মঞ্চ থেকে নেমেছিলেন তিনি। মঞ্চ থেকে নেমে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করে অভিনন্দন জানিয়েছিলেন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা ফাইনাল খেলার রিপ্লে ভিডিওটি খুঁজে বের করি যা আমরা ‘হটস্টার’-এ পেয়ে যায়। সম্প্রসারিত ১১ ঘণ্টা ২২ মিনিট দীর্ঘ এই রিপ্লে ভিডিওর ১০;১৪ ঘণ্টার দিকে পুরস্কার বিতরণীর অংশটুকু রয়েছে যেখানে দেখা যাচ্ছে, রবি শাস্ত্রী প্রধানমন্ত্রী মোদীর নাম এবং অস্ট্রেলিয়ার সহকারি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস-এর নাম ঘোষণা করছেন এবং বিজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্বকাপ ট্রফি দেওয়ার জন্য তাকে মঞ্চে আমন্ত্রন করলেন। প্যাট কামিন্সকে করমর্দন করে অভিনন্দন জানিয়ে করতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীকে।

https://www.hotstar.com/in/sports/cricket/icc-mens-cricket-world-cup-2023/993/replay-final-ind-vs-aus/1540025305/replay/watch?filters=content_type%3Dsport_replay

অনেক ফেসবুক, ইন্সতা, টুইটার ব্যবহারকারী দীর্ঘ এবং আসল ভিডিওর ক্লিপ শেয়ার করেছেন। যেখানে আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী মোদী মঞ্চের দিকে হাঁটছেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার অধিনায়কের হাত নেড়ে অভিনন্দন জানিয়ে তাকে ট্রফি দেন। এরপর পুরো অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন জানাতে এগিয়ে যান তিনি। দেখুন এখানে,এখানে,এখানে,এখানে।

নীচে বিভ্রান্তিকর ভাইরাল ভিডিও এবং আসল ভিডিওর তুলনামূলক ভিডিওটি দেখুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটও পেয়েছি যেখানে তিনি অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “অস্ট্রেলিয়াকে অভিনন্দন বিশ্বকাপ জয়ের জন্য! টুর্নামেন্টের মাধ্যমে তাদের একটি প্রশংসনীয় পারফরম্যান্স ছিল, যা একটি দুর্দান্ত বিজয়ে পরিণত হয়েছিল। ট্র্যাভিস হেডকে তার অসাধারণ খেলার জন্য অভিনন্দন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি অসম্পূর্ণ। প্যাট কামিন্সের সাথে করমর্দন করে অভিনন্দন এবং পরক্ষনে বিশ্বকাপ ট্রফি হস্তান্তর করে মঞ্চ থেকে নেমেছিলেন তিনি। মঞ্চ থেকে নেমে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করে অভিনন্দন জানিয়েছিলেন।

Avatar

Title:না, অস্ট্রেলিয়া দলের অধিনায়ককে অভিনন্দন না জানিয়ে পুরস্কার অনুষ্ঠান ছেড়ে চলে যাননি প্রধানমন্ত্রী মোদি

Written By: Nasim Akhtar

Result: False