ফালাকাটায় ছাত্রীর ওপর ব্লেড হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রং চড়িয়ে ভাইরাল

Communal False

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় হিন্দু মেয়েকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করল মুসলিম ছেলে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন তরুণী কাঁদতে কাঁদতে ফোনে কথা বলছে এবং তার কপাল ও পিঠ থেকে রক্ত ঝড়ছে। দাবি করা হচ্ছে ঘটনাটি ফালাকাটায় ঘটেছে। 

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “হিন্দু মেয়ে vs মুসলিম ছেলের ভালোবাসা =========ফলাফল========= 🇮🇳কোচবিহার ফালাকাটা 🙄হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে শারিরীক সম্পর্ক করতে বলে এ কথায় মেয়ে রাজি না হওয়াতে তার গলায় ও পিঠে  ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে তার মোল্লা প্রেমিক। 🙏(হিন্দু বোনেদের বার বার সাবধান করছি, মিঞা মোল্লা মুসলিম সমাজ থেকে দূরে থাকতে) 👍তবুও যদি সচেতন না হও মানবতা সুধু বিধর্মীর জন্য দেখাও তাহলে মনে রেখো তোমার বিধর্মী প্রেমিক ই তোমার জীবন ধংসের  কাল হয়ে দাড়াবে। #SaveHindusBangladeshmay।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। ফালাকাটার এই ঘটনায় একজন মুসলিম ছেলে মুসলিম সম্প্রদায়েরই একজন মেয়েকে ব্লেড চালিয়ে আহত করেছে।

ফেসবুক

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে অনুসন্ধান শুরু করি। সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’-এর ২০২১ সালের ৩০ নভেম্বরের একটি প্রতিবেদন থেকে জানতে পারি, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সহপাঠীর গায়ে ব্লেড চালিয়ে তাকে আহত করে ফাজাদিন হোসেন নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে ফালাকাটা কলেজে। অভিযুক্ত ওই দ্বিতীয় বর্ষের ছাত্রের বাড়ি কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত বড় শোলমারিতে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পরেও অভিযুক্ত ফাজাদিন ধরা পড়ে যায় এবং তাকে স্থানীয়রা মারধোর করে। এরপর পুলিশ তাকে ফালাকাতা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে। 

আনন্দবাজার প্রতিবেদন আর্কাইভ

স্থানীয় একজন সাংবাদিক সূত্রে জানতে পারি, ফালাকাটার এই ঘটনায় আহত ওই তরুণীও মুসলিম সম্প্রদায়ভুক্ত। এরপর ফ্যাক্ট ক্রিসেন্ডো ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ-এর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান, “এই ঘটনায় আহত মেয়েটি মুসলিম। তার বাড়ি ফালাকাটার দুলার দোকান গ্রামে। অভিযুক্ত ফাজাদিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার কোনও সাম্প্রদায়িক বা হিন্দু-মুসলিম দিক নেই।“ 

আমরা ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য-এর সাথে যোগাযোগ করি। তিনি বলেন, “আমি এই বিষয়ে অবগত, এই ঘটনায় যুক্ত দুই শিক্ষার্থীই মুসলিম সম্প্রদায়ভুক্ত।“

আমাদের হাতে থাকে সমস্ত তথ্য থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় ফালাকাটার এই ঘটনাকে বিভ্রান্তিকরভাবে সাম্প্রদায়িক রং চড়িয়ে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ফালাকাটায় একজন মুসলিম ছাত্র দ্বারা মুসলিম সম্প্রদায়ভুক্ত সহপাঠী ছাত্রীকে ব্লেড চালিয়ে আহত করার ঘটনাকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে ।

Avatar

Title:ফালাকাটায় ছাত্রীর ওপর ব্লেড হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রং চড়িয়ে ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *