রাজনৈতিক নেতাদের ক্লিপড ভিডিও ভাইরাল হওয়া যেন নিত্যদিনের কার্জ হয়ে উঠেছে। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের একটি ভিডিও ক্লিপ যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়াকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী মোদী। এই রিল ভিডিওতে নরেন্দ্র মোদীকে ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়ার সমর্থনে কথা বলতেও শোনা যাচ্ছে। ভিডিওর উপরে লেখা হয়েছে,”তাহলে মোদীজি এবারের 2024 এর লোকসভা ভোটে ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারে হয়ে যাক। নাকি? অন্ধভক্তরা চোখ আর কান খুলে দেখ আর শোন হয়ে যাক?“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। নরেন্দ্র মোদীর পুরো ভাষণ থেকে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপকে প্রসঙ্গ ছাড়াই শেয়ার করা হয়েছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর স্ক্রিনশট গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, দীর্ঘ ও পুরো ভাষণের আসল ভিডিওটি নরেন্দ্র মোদী ও বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি ২০১৬ সালের ৩ তারিখে উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে অনুষ্ঠিত ‘পরিবর্তন সমাবেশে’ প্রধানমন্ত্রী মোদীর ভাষণের অংশ। পুরো ভাষণের ৫৫ঃ০৮ মিনিটের অংশ থেকে কয়েক সেকেন্ড ভাইরাল ভিডিও ক্লিপের অংশ। ভাষণে তিনি বলছেন,”কিছু লোক বলে আমাদের দেশ গরীব, আমাদের লোকেরা অশিক্ষিত যে তারা কিছুই জানে না। ভাই ও বোনেরা, শিক্ষিত দেশে যখন নির্বাচন হয় আজও তারা ব্যালট পেপার ব্যবহার করে। সেখানে ভোটাররা ব্যালট পেপারে নাম পড়ে এবং তারপর তার উপর একটি স্ট্যাম্প লাগান। আমেরিকার মতো দেশেও এমনটা হয়। ভারতীয়রা যাকে তারা অশিক্ষিত বলে বোতাম টিপে তাদের ভোট দেয়।“

নীচে তুলনামূলক ভিডিও ফ্রেমটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ব্যালট পেপারে ভোট দেওয়ার সমর্থনে প্রধানমন্ত্রী মোদির ভাইরাল ভিডিওটি সম্পাদিত।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। নরেন্দ্র মোদীর পুরো ভাষণ থেকে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপকে প্রসঙ্গ ছাড়াই বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:ইভিএম-এর পরিবর্তে ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়াকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী মোদী ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False