২২ জানুয়ারিতে অযোধ্যা রাম মন্দিরে রাম লাল্লার প্রানপ্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন কার্জ সম্পন্ন হয়েছে। উদ্বোধন সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক নেতাগন থেকে শুরু করে বলিউড তারকাদের। এর আগে ২৮ মে,২০২৩, তারিখে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দেশ জুড়ে চলেছিল চর্চা। বিপক্ষ রাজনৈতিক নেতারা কেন্দ্র সরকারকে দলিত বিরোধী বলে রাজনৈতিক চর্চাতে মেতে উঠেছিলেন। অনেকেই আবার গণতন্ত্র আশঙ্কায় এসেছে বলে তকমা দিয়েছিলেন। এই বিবাদের মাঝে রাম মন্দির উদ্বোধন সভায় রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো নিয়ে একটি পোস্ট বেশ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াই। পোস্টটি শেয়ার করে দাবি করা হচ্ছে রাম মন্দর উদ্বোধন সভায় রাষ্ট্রপতি দ্রপৌদি মুর্মুকে আমন্ত্রিত করা হয়নি। পোস্টে লেখা হয়েছে,” আসলে বিজেপি যে দলিত বিরোধী। তা আবার একবার প্রমাণ হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তপশিলি উপজাতি। তাই রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। রাম মন্দির উদ্বোধন সভায় রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করাকে ঘিরে অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) মুখপাত্র বিনোদ বান আমন্ত্রণ পত্র হস্তান্তরের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,” আজ ভারতের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় শ্রীমতি দ্রৌপদী মুর্মুজিকে ২২ জানুয়ারি শ্রী রাম মন্দিরের পবিত্রতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তিনি এতে অপার আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি শীঘ্রই অযোধ্যা সফরের সময় নির্ধারণ করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় যোগাযোগ প্রধান শ্রী রাম লাল, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি শ্রী অলোক কুমার এবং মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান শ্রী নৃপেন্দ্র মিশ্র।“

উপরোক্ত ছবিটি শেয়ার করে ANI লিখেছেন,” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আজ অযোধ্যা রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র, বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার এবং আরএসএস নেতা রাম লাল কর্তৃক রাম মন্দির 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।“

‘President of India’-এর অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি এক্স পোস্ট পাওয়া যায়। যেখানে তিনি রাম মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাম মন্দির উদ্বোধন সভায় রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন না কেন তার উত্তর এখন পাওয়া যায়নি। তবে উপরোক্ত তথ্য থেকে প্রমানিত হয় যে উদ্বোধন সভায় উপথিত থাকার জন্য রাষ্ট্রপতি দ্রপৌদি মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সুতরাং, ভাইরাল পোস্টের দাবিটি মিথ্যা।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো।

Avatar

Title:রাম মন্দির উদ্বোধন সভায় উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে

Written By: Nasim A

Result: False