১৯৮৩ সালে অধ্যাপক কে.এস.শাস্ত্রি তার উপাচার্য থাকাকালীন মোদীর ডিগ্রি শংসাপত্রে স্বাক্ষর করেছিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তর্ক, বিতর্কের পরিবেশ। এক দল রাজনৈতিক নেতা সেই ডিগ্রিকে জাল বললেও অপরপক্ষ তা মানতে নারাজ। প্রধানমন্ত্রীর ডিগ্রিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহলী প্রশ্ন। প্রধানমন্ত্রীর স্নাতকোত্তর ডিগ্রির শংসাপত্র এবং অধ্যাপক কে.এস.শাস্ত্রি নামের এক ব্যাক্তির ছবি যুক্ত একটি কোলাজ ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নরেন্দ্র মোদীর শংসাপত্রে থাকা উপাচার্য কে.এস.শাস্ত্রি ১৯৮১ সালেই মৃত্যু বরন করেছেন। অন্যান্য ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ১৯৮১ সালে অধ্যাপক কে.এস.শাস্ত্রির উপাচার্য পদের মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও ১৯৮৩ সালের প্রধানমন্ত্রীর শংসাপত্র তার সাক্ষর শংসাপত্রটির উপরে প্রশ্ন তূলে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”উপাচার্য কে এস শাস্ত্রী যিনি প্রধানমন্ত্রীর ডিগ্রীতে স্বাক্ষর করেছিলেন তিনি 1981 সালে মারা গিয়েছিলেন...তাহলে তারপরে কীভাবে ডিগ্রি ছাপা হল? @narendramodi @ArvindKejriwal।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। অধ্যাপক কে.এস.শাস্ত্রি সুস্থভাবে জীবিত রয়েছেন। তিনি ২২/০২/১৯৮০ থেকে ১৩/০৭/১৯৮১ তারিখ অবধি বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (VNSGU) এবং ১৯৮১ থেকে ১৯৮৭ সাল অবধি গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন।
তথ্য যাচাই
পোস্টে থাকা তথ্যগুলোকে সুত্র ধরে গুগলে কিওয়ার্ড সার্চ করি যা আমাদের বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয় (VNSGU)-এর ওয়েবসাইটে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের তালিকায় পোস্টে প্রদর্শিত অধ্যাপক কে.এস.শাস্ত্রির হুবহু এই ছবিটি পাওয়া যায়।
এখান থেকে স্পষ্ট হয় যে, অধ্যাপক কে.এস.শাস্ত্রি ২২/০২/১৯৮০ থেকে ১৩/০৭/১৯৮১ তারিখ পর্যন্ত বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন এবং অপরপক্ষে প্রধানমন্ত্রী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে।
তারপর আমরা গুজরাট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের তালিকা খুঁজে বের করি। সেখানে দেখতে পাই, ১৯৮১ থেকে ১৯৮৭ সাল অবধি অধ্যাপক কে.এস.শাস্ত্রি গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত ছিলেন।
আমরা জানি যে, গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে নরেন্দ্র মোদীকে তার স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি প্রদান করা হয়েছিল এবং সেই সময়ে অধ্যাপক কে.এস.শাস্ত্রী গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন। অতএব, ইহা নিশ্চিত হয় যে, শাস্ত্রী তার উপাচার্য থাকাকালীন মোদীর ডিগ্রি শংসাপত্রে স্বাক্ষর করেছিলেন।
অধ্যাপক কে.এস.শাস্ত্রী বর্তমানে আহমেদাবাদের সোম ললিত কলেজের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। অধ্যাপক কে.এস.শাস্ত্রি সুস্থভাবে জীবিত রয়েছেন। তিনি ২২/০২/১৯৮০ থেকে ১৩/০৭/১৯৮১ তারিখ অবধি বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের (VNSGU) এবং ১৯৮১ থেকে ১৯৮৭ সাল অবধি গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন।
Title:১৯৮৩ সালে অধ্যাপক কে.এস.শাস্ত্রি তার উপাচার্য থাকাকালীন মোদীর ডিগ্রি শংসাপত্রে স্বাক্ষর করেছিলেন
Fact Check By: Nasim AkhtarResult: False