
ভারত জোড়ো যাত্রার পর ভারত জোড়ো ন্যায় যাত্রা নামে একটি নতুন যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪ জানুয়ারি তারিখে মণিপুর থেকে শুরু হয়েছে এই যাত্রা এবং ২০ মার্চে মুম্বাইয়ে শেষ হবে। এই যাত্রার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কুকুরে খাওয়া বিস্কুট দলের কর্মীকে খাওয়ালেন রাহুল গান্ধী। ভিডিওতে বিশাল ভিড়ের মাঝে ঘিরে থাকা অবস্থায় রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে। সেখানে এক কুকুরকে কিছু একটা খাওয়াতে চাইলে তা কুকুর খায়না। তারপর সেই খাওয়ার জিনিসটুকু সামনের ব্যাক্তির হাতে দিয়ে দেই কংগ্রেস নেতা। পরক্ষনে তার সাথে করমর্দন করে গল্পে ব্যাস্ত হয়ে পড়েন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” যে বিস্কুট কুকুর খেলো না সেই বিস্কুট রাহুল গান্ধী নিজের কার্যকর্তা কে খাওয়ালো,এই হল কংগ্রেস দলের কার্যকর্তার সম্মান।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। কুকুর বিস্কুট না খাওয়াই রাহুল গান্ধী তা কুকুরটির মালিককে দেন যিনি কংগ্রেস কর্মী নন।
তথ্য যাচাইঃ
গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে রাহুল গান্ধীর এই ঘটনাকে ঘিরে মুখ্যধারার অনেক প্রতিবেদন পেয়ে যায়। ‘দি হিন্দু’র ৬ ফেব্রুয়ারি তারিখের প্রতিবেদনে রাহুল গান্ধীকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ভাইরাল ভিডিওতে রাহুল গান্ধী যে ব্যাক্তিকে বিস্কুট দিয়েছেন তিনি কুকুরটির মালিক। রাহুল গান্ধী যখন কুকুরটিকে বিস্কুট দিয়েছিলেন তখন কুকুরটি ভয়ে কাঁপছিল তাই কুকুরটি বিস্কুটটি খায়নি। তখন কংগ্রেস নেতা তাকে খাওয়ানোর জন্য কুকুরটির মালিকেকে বিস্কুটটি দিয়েছিল।

প্রেস কনফারেন্সে এক সাংবাদিক ভাইরাল ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করলে রাহুল গান্ধী বলেন,”আমি কুকুর এবং মালিককে ডেকেছিলাম। কুকুরটি ভয়াতুর এবং কাঁপছিল। আমি সেখানে তাকে খাওয়ানোর চেষ্টা করলে সে ভয় পেয়ে যায়। তাই আমি কুকুরের মালিককে বিস্কুটটি দিলাম এবং কুকুরটি তার হাত থেকে খেয়ে ফেলল।“ তিনি আরও স্পষ্ট করে বলেন সেই ব্যাক্তি অর্থাৎ কুকুরের মালিক কংগ্রেস কর্মী নন।
ইন্ডিয়া অ্যালায়েন্স নামে এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওও আপলোড করা হয়েছে যেখানে কুকুরটির মালিক বলেছেন যে কুকুরটি রাহুল গান্ধীর সাথে একটি ছবি তুলেছিল এবং তাকে বিস্কুট দেওয়া হয়েছিল।
টাইমস নাও-এর সংবাদ উপস্থাপনে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী প্রথমে কুকুরকে বিস্কুট দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কুকুরটি তা খায়নি। তা দেখে রাহুল গান্ধী কুকুরের মালিককে বিস্কুটটি দেন এবং তার সঙ্গে কথা বলেন। সেই সময় তার মালিকের হাতে থাকা বিস্কুট খেয়ে ফেলেছিল কুকুরটি। ৩০ থেকে ৪০ সেকেন্ডের সময় কুকুরটিকে তার মালিকের হাত থেকে খেতে দেখতে পারেন।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওতে রাহুল গান্ধী কুকুরটিকে খাওয়ানোর জন্য কুকুরের মালিককে বিস্কুট দিয়েছিলেন কারণ তিনি খাওয়াতে গিয়ে কুকুরটি ভয় পেয়ে গিয়েছিল।

Title:রাহুল গান্ধী তার দলের কর্মীকে কুকুর খাওয়া বিস্কুট খেতে দিলেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Written By: Nasim AResult: Misleading