সেতুটি কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত চেনাব সেতু নয়, চীনের শুইহং রেলওয়ে বেইপানজিয়া সেতু

False Social

দুটি পাহাড়ের সংযোগকারী একটি সেতুর উপর দিয়ে ট্রেন যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সেটিকে কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতুর উপর ট্রেনের ট্রায়াল রানের ভিডিও দাবি করে শেয়ার করা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “#কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ সেতু চেনাব ব্রীজের উপর ট্রেনের ট্রায়াল রান হয়ে গেল সফলতার সঙ্গে”‼️👀♥️🧡।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভিডিওতে দেখতে পাওয়া সেতুটি কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত চেনাব সেতু নয়, চীনের শুইহং রেলওয়ে বেইপানজিয়াং সেতু।   

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই

ভিডিওর স্ক্রিনশটের গুগল রিভার্স ইমেজ সার্চ আমাদের ’ddcpc’ নামের একটি চীন ওয়েবসাইটে নিয়ে যায় যেখানে হুবহু এই সেতুর উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, এটি চীনে অবস্থিত শুইহং রেলওয়ে বেইপানজিয়াং সেতুর একটি দৃশ্য। এটি লিউপানশুই শহরের শুইচেং জেলার ইংপান টাউনশিপ এবং জিনজি টাউনশিপের সংযোগস্থলে বেইপানজিয়াং নদী উপত্যকায় অবস্থিত। এটি একটি সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে সেতু। সেতুটি ৪৬৮.২০ মিটার দীর্ঘ। সেতু এবং নদীর পৃষ্ঠের মধ্যে উচ্চতা ২৮০ মিটার। 

ফেসবুক পোস্টের ভিডিওর এবং ওয়েবসাইটে প্রদত্ত সেতুর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

আমরা অন্য ওয়েবসাইটে একই সেতুর একাধিক ছবি পেয়েছি। তথ্য অনুযায়ী, সেতুটি ২০০১ সাল থেকে চালু রয়েছে এবং এটি চীনের গুইঝোতে অবস্থিত। 

গুগল ম্যাপ্সও আমাদের নিশ্চিত করে সেতুটি চীনের গুইঝোতে অবস্থিত। দেখুনঃ 

নির্মিয়মান চেনাব সেতুর একটি ভিডিও দেখুন যেখানে সেতু দুটির বৈসাদৃশ্য স্পষ্ট লক্ষণীয়। 

ফেসবুক পোস্টের ভিডিওতে দেখতে পাওয়া সেতু ও চেনাব সেতুর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

রেল মন্ত্রকও চেনাব সেতু নির্মাণের একটি ভিডিও টুইট করেছেন। নীচে দেখুনঃ 

তথ্য যাচাইটি ইংরজিতে পড়ুন এখানে।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওতে দেখতে পাওয়া সেতুটি কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত চেনাব সেতু নয়, চীনের শুইহং রেলওয়ে বেইপানজিয়াং সেতু। 

Avatar

Title:সেতুটি কাশ্মীরের চেনাব নদীর উপর নির্মিত চেনাব সেতু নয়, চীনের শুইহং রেলওয়ে বেইপানজিয়া সেতু

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *