
সম্প্রতি সোশ্যাল মিডিয়া টুইটারে তিনটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারত জোড়ো যাত্রায় অমূল্য লিওনাকে জড়িয়ে ধরে আছে রাহুল গান্ধী।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে “#রাহুল গান্ধী যেই #মেয়েটিকে জড়িয়ে ধরেছেন তার #ভারত জোড়ো যাত্রায়, সেই মেয়েটিই গত বছর #ওয়াইসির জনসভায় ‘#পাকিস্তান #জিন্দাবাদ’ বলে স্লোগান তুলেছিল।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। রাহুল গান্ধীর সাথে দেখতে পাওয়া মেয়েটি অমূল্য লিওনা নয়, কেরালার এর্নাকুলামের কেএসইউ নেতা মিভা আন্দ্রেলিও।

উল্লেখ্য, পোস্টের তৃতীয় ছবিতে দেখতে পাওয়া মেয়েটি নাম অমুল্য লিওনা। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতে সিএএ বিরোধী সমাবেশে প্রো-স্লোগান তোলার জন্য শিরোনাম হয়েছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, মিভা আন্দ্রেলিও নামের ইন্সতা প্রোফাইলে এই ছবি খুঁজে পাওয়া যায়। ইন্সতা ব্যাবহারকারি ক্যাপশনে লিখেছেন “জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত, আমার নিজ রাহুল গান্ধী”। মিভা আন্দ্রেলিও কেরালার এর্নাকুলামের কেরালা স্টুডেন্টস ইউনিয়ন (KSU) নেত্রী।
তার ইন্সতা প্রোফাইলে ভারত জোড়ো যাত্রায় তাকে রাহুল গান্ধীর সাথে হাঁটতে দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটি ভিডিও সহ কংগ্রেস সাংসদ ও কেরালা বিধানসভার বিরোধী নেতা ভি.ডি. সতীসান-এর সাথে তার ছবিও দেখতে পাওয়া যায়। দেখুন এখানে
অমুল্যা লিওনা ও মিভা আন্দ্রেলিওর ছবির তুলনামূলক ফ্রেম দেখুন নিচেঃ

ফ্যাক্ট ক্রিসেণ্ডো মিভা আন্দ্রেলিওর সাথে যোগাযোগ করে। তিনি ভাইরাল পোস্টের দাবি খণ্ডন করে জানিয়েছেন “রাহুল গান্ধীর সাথে দেখতে পাওয়া মেয়েটি আমি। ছবিটি ভারত জোড়ো যাত্রার সময় এর্নাকুলামের পালারিভাট্টম এলাকায় তোলা। আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি এমন একটি ভিডিওতে আপনি আমাকে তার সাথে হাঁটতে দেখতে পাবেন। রাহুল জির সঙ্গে আমার ছবি মিথ্যা প্রসঙ্গে শেয়ার করা হচ্ছে।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। রাহুল গান্ধীর সাথে দেখতে পাওয়া মেয়েটি অমূল্য লিওনা নয়, কেরালার এর্নাকুলামের কেএসইউ নেতা মিভা আন্দ্রেলিও।

Title:না, পাকিস্তান জিন্দাবাদ স্লোগানকারী মেয়েকে জড়িয়ে ধরে নেই রাহুল গান্ধী। জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Nasim AResult: Misleading