১৯ এপ্রিল থেকে শুরু হয়ে মত সাত দফায় ২০২৪ এর লোকসভা ভোটগ্রহন প্রক্রিয়া চলবে জানিয়েছেন ECI এবং রাজনৈতিক দলগুলোর ভোটপ্রচারের কার্য শুরু হয়েগেছে ইতিমধ্যে। রাজনৈতিক দলগুলো প্রকাশ করছে নিজেদের প্রার্থী তালিকা, জয় নিশ্চিত করতে সাজাচ্ছেন নিজেদের গুটি। ভোট আবহের মাঝে বঙ্গ রাজনীতিতে ঘটেছে চমকপ্রদ ঘটনা। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যুক্ত হয়েছেন। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা তুঙ্গে। বিজেপির তরফ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি ঠিকই কিন্তু সেখানে বিচারপতিই দাঁড়াবেন বলে রাজনৈতিক মহলে জল্পনার আশঙ্কা দেখা যাচ্ছে। এই পরিস্থিতির মাঝে বিচারপতির একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াই। ছবিতে বিচারপতিকে কোন এক বদ্ধ ঘরে শিশির অধিকারীর সাথে সোফাতে বসে থাকতে দেখা যাচ্ছে। তারা ছাড়াও সেই ঘরে উপস্থিত রয়েছে অন্য একজন ব্যাক্তি। ঘরের টেবিলে জল খাবারের সাথে দেখা যাচ্ছে কয়েকটি ছোট কাঁচের গ্লাস ও একটি মদের বোতল।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” একটু আনন্দে মেতেছি শিশির বাবুর সাথে 😍।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে কাঁচের ছোট গ্লাস ও মদের বোতল ছিল না।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ভাইরাল এই ছবি সম্বলিত নিউজ১৮ বাংলার একটি প্রতিবেদন পাওয়া যায়। ১২ মার্চ তারিখের এই প্রতিবেদনে শিরোনামে লেখা হয়েছে,”Abhijit Ganguly: ‘শিশিরবাবুর পায়ের ধুলো নিলাম,শান্তিকুঞ্জে ফিস-ফ্রাই খেয়ে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।“ প্রতিবেদন অনুযায়ী, সেই দিন অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভার বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখেন এবং সারাদিনই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। দিনশেষে সান্ধ্যভোজে পৌঁছেছিলেন শান্তিকুঞ্জে শিশির অধিকারীর বাড়ি। সেখানে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রাক্তন বিচারপতি। সান্ধ্যকালীন টিপিনে ফিসফ্রাই, চা ও অল্প কাজুও খেয়েছেন বলে খবর মিলেছে। প্রতিবেদনের ছবিটি পর্যবেক্ষণ করলে স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘরের টেবিলের উপর কয়েকটি জলের বোতল, তিনটি বড় প্লেটে শুকনো ফল রাখা আছে। কাঁচের ছোট বোতল বা সোনালি রঙের কোন বোতল নেই। যা থেকে পরিষ্কার হয় যে ছবিটি সম্পাদিত।

প্রতিবেদন আর্কাইভ

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

এই সৌজন্য সাক্ষাতের অন্যান্য ছবিগুলো দেখতে ক্লিক করুন এখানে।

ফ্যাক্ট ক্রিসেন্ডো অভিজিৎ গাঙ্গুলির সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান,”কোন নেশা জাতীয় দ্রব্য সেবন, পান আমি করিনা। আমার রাজনৈতিক যাত্রাকে বদনাম করতে উদ্দেশ্যপ্রনিত ভাবে আসল ছবির সাথে মদের বোতল জুড়ে দেওয়া হয়েছে। ছবিটি সম্পাদিত করে তৈরি করা।“

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ছবিটি সম্পাদিত। আসল ছবিতে কাঁচের ছোট গ্লাস ও মদের বোতল ছিল না।

Avatar

Title:শিশির অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির সৌজন্য সাক্ষাতের ছবি বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Written By: Nasim A

Result: Altered