
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করলে আল-নাসর এফসি থেকে লোনে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আজকের খেলার খবর : চ্যাম্পিয়ন্স লিগের দরজা বন্ধ হয়নি রোনাল্ডোর জন্য সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে আড়াই বছরের মেগা চুক্তি গত সপ্তাহে সেরে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।………………শর্তটা হলো, সৌদি মালিকানাধীন ইংলিশ ক্লাব নিউক্যাসল যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তাহলে তিনি সেখানে ধারে খেলতে যেতে পারব…।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। রোনাল্ডোর নিউক্যাসল ইউনাইটেডে যোগদানের খবরটি নিছকই একটি গুজব এবং এমন কোন পরিকল্পনা নেইঃ নিউক্যাসল ইউনাইটেড ক্লাব ম্যানেজার এডি হাউ।

তথ্য যাচাই
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের হয়ে খেলছেন ?
ফিফা বিশ্বকাপ ২০২২ শুরুর কিছু দিন আগে সাংবাদিক পিয়ার্স মরগান ফুটবল তারকা রোনাল্ডোর একটি ইন্টার্ভিউ করেছিলেন। সেই সাক্ষাৎকারে ফুটবল তারকাকে তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সহ মানেজার এরিক টেন হ্যাগ সম্পর্কে কিছু বিস্ফোরক তথ্য জানিয়েছিলেন। তারপর থেকেই রোনাল্ডো ও তার ক্লাবের মধ্যে মন কষাকষির খবর সংবাদমাধ্যমে আসতে থাকে এবং ফুটবল তারকার ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা কল্পনার শুরু হয়েছিল। সাক্ষাৎকারটি দেখুন এখানে। তীব্র জল্পনা-কল্পনার পর নভেম্বর মাসে তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পারস্পরিক চুক্তি বাতিল করে।
তারপরেই শুরু হয় আকাঙ্খিত ফিফা বিশ্বকাপ ২০২২। এই বিশ্বকাপে রোনাল্ডোর জাতীয় দল পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বের হতে হয়েছিল। এই বিশ্বকাপের জয়ী দল হিসেবে আর্জেন্টিনা জাতীয় দল ফিফা বিশ্বকাপ ২০২২-এর শিরোপা নিজের নাম করেছে।
তারপর ,৩১ ডিসেম্বর তারিখে আসে রোনাল্ডোর ভবিষ্যৎ ঘিরে জল্পনার উপসংহার। সৌদি ফুটবল ক্লাব আল-নাসর ৩১ ডিসেম্বর ঘোষণা করেছে যে তারা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিনামূল্য ট্রান্সফারে স্বাক্ষর করেছে। ১৭৭০ কোটির শর্তে ২০২৫ অবধি এই চুক্তি সাক্ষর করেছেন ফুটবল তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করলে আল-নাসর এফসি থেকে লোনে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ?
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, নিউক্যাসল ইউনাইটেড মানেজার এডি হাউ-এর একটি প্রেস সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাই। খেলা কেন্দ্রিক ইউটিউব চ্যানেল ইএসপিএন-ইউকের চ্যানেলে এই ভিডিওটি ৪ জানুয়ারি,২০২২, তারিখে আপলোড করা হয়েছে। এই শর্টস ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাংবাদিক এডি হাউকে ভাইরাল পোস্টে দাবির ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি প্রতিউত্তরে জানান, ’এটি সত্য নয়।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ’স্কাই স্পোর্টসে’র এক সাক্ষাৎকারেও এডি হাউ রোনাল্ডোর নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার খবরটিকে অস্বীকার করে তিনি জানিয়েছে, “আমরা ক্রিশ্চিয়ানোকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই তবে আমাদের দৃষ্টিকোণ থেকে এর কোনও সত্যতা নেই।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। রোনাল্ডোর নিউক্যাসল ইউনাইটেডে যোগদানের খবরটি নিছকই একটি গুজব এবং এমন কোন পরিকল্পনা নেইঃ নিউক্যাসল ইউনাইটেড ক্লাব ম্যানেজার এডি হাউ।

Title:রোনাল্ডোর নিউক্যাসল ইউনাইটেডে যোগদানের খবরটি নিছকই একটি গুজব এবং এমন কোন পরিকল্পনা নেইঃ নিউক্যাসল ইউনাইটেড ক্লাব ম্যানেজার এডি হাউ
Fact Check By: Nasim AkhtarResult: False