অযোধ্যায় রাম লালার প্রানপ্রতিষ্ঠাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দেখা গেছে আনন্দের জোয়ার। অনেকেই এই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ আবার একাংশ বিরোধ ও অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াই। এই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ভিডিও, ছবি। আমাদের নজরে আসা অপ্রাসঙ্গিক ভিডিও, ছবিগুলোর তথ্য যাচাই পড়তে ক্লিক করুন এখানে। রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করে সেটিকে রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় ড্রোন শোয়ের ভিডিও বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় ড্রোন শো।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। পুরনো ও অপ্রাসঙ্গিক কয়েকটি ভিডিওর কোলাজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন আগে অযোধ্যায় ড্রোন শো বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই একই রকমের একটি ভিডিও ‘botlab dynamics’ নামের একটি এক্স ও ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ১২ নভেম্বর,২০২৩, তারিখে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,” আলোর উত্সব যেন আপনার জীবনকে আলোকিত করে এবং আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করে। শুভ দীপাবলি ✨।“ হ্যাসট্যাগ ও ক্যাপশনে থেকে ধারনা হয় যে ড্রোন শো-টি দীপাবলির সময়ের।

BotLab Dynamics এমন একটি স্টার্টআপ যারা ড্রোনের সাহায্যে নির্ধারিত কাজগুলি অর্জন করতে এবং থ্রিডি চিত্র আকাশে গঠন তৈরি করতে পারে। তাদের প্রদর্শিত ড্রোন শোয়ের ভিডিও গুলো দেখতে ক্লিক করুন এখানে।

এই সূত্র ধরে ‘BotLab Dynamics’-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায় যার একটি ফ্রেম ভাইরাল ফেসবুক পোস্টের অংশ। ভিডিওটি ২৩ নভেম্বর তারিখে আপলোড করে শিরোনামে লেখা হয়েছে,” Mahindra Lifespaces ড্রোন শো সহ মেটাভার্সে বাড়ি কেনার অভিজ্ঞতা উন্মোচন করেছে৷”

তাছাড়াও, ভিডিওর অন্য কয়েকটি ক্লিপ এর ভিডিও ‘BotLab Dynamics’-এর ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। যেখানে ভিডিও গুলো শেয়ার করে ক্যাপশনে স্পষ্ট লেখা হয়েছে- এটি বাস্তব অনুষ্ঠানের একটি ক্লিপ নয়, এটি একটি ডিজিটাল সংস্করণ যা আমাদের দল অযোধ্যা মন্দিরের উদ্বোধন এবং ভগবান রামের প্রত্যাবর্তনের উদযাপনকে সম্মান জানাতে তৈরি করেছে। নীচে দেখুন সেই রিল ভিডিও গুলো।

উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ফেসবুক ভিডিওটিতে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আগে ড্রোন শোর প্রস্তুতি দেখানো হয়নি।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। অযোধ্যা মন্দিরের উদ্বোধন এবং ভগবান রামের প্রত্যাবর্তনের উদযাপনকে সম্মান জানাতে BotLab Dynamics দ্বারা তৈরি কাল্পনিক ড্রোন শোয়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:না, ভিডিওটি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় ড্রোন শোয়ের নয়

Written By: Nasim A

Result: False