সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও বেশ ভাইরাল যেখানে ভগবান রামকে উৎসর্গ করে গাওয়া গানের তালে একজন মহিলাকে তলোয়ার হাতে কৌশলী প্রদর্শন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভিডিওর মহিলাটি রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী। ক্যাপশনে লেখা হয়েছে,”দিয়া কুমারী।বর্তমান উপমুখ্যমন্ত্রী রাজস্থান।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওতে যে মহিলাকে তলোয়ার কৌশলী প্রদর্শন করতে দেখা যাচ্ছে তিনি হলেন গুজরাটের নিকিতাবা রাঠোড়, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী নন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর তথ্য যাচাই করতে ভিডিওর কিফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই হুবহু এই ভিডিওটি ‘নিকিতাবা রাঠোড়’ নামের ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২২ জানুয়ারি তারিখে পোস্ট করা হয়েছে।

‘নিকিতাবা রাঠোড়’-এর এই প্রোফাইলেই তার অন্য একটি ভিডিও পাওয়া যায় যেখানে তাকে একই পরিধানে, একই ধরনের চুল বাঁধা অবস্থায় এক অনুষ্ঠানে অতিথিদের সাথে কোলাকুলি করতে দেখা যাচ্ছে।

নিকিতাবা রাঠোড় এবং রাজস্থান উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীর ছবির তুলনামূলক ফ্রেম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভিডিওর মহিলাটি রাজস্থান উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী নন।

তারপর, ফ্যাক্ট ক্রিসেণ্ডো নিকিতাবা রাঠোড়ের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন,”ভিডিওর মহিলাটি আমি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী নন।“

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওতে যে মহিলাকে তলোয়ার কৌশলী প্রদর্শন করতে দেখা যাচ্ছে তিনি হলেন গুজরাটের নিকিতাবা রাঠোড়, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী নন।

Avatar

Title:তরবারি চালানোর দক্ষতা প্রদর্শনের মহিলা রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী নন

Written By: Nasim A

Result: False