
পরস্পরকে আলিঙ্গন করা অবস্থায় পাথরের মধ্যে চাপা পড়ে থাকা এক যুগলের একটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে তুরস্ক ভুমিকম্পে মৃত যুগলের ছবি।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছ, “ভালোবাসা এমনিই!’😍 তুর্কির ভয়াবহ ভুমিকম্পে জড়ে যাওয়ার দুটি ভালোবাসার ফুল।’🙂🥀।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আমেরিকান টেলিভিশন সিরিজ ’গেম অফ থ্রোন্স’-এর একটি দৃশ্যকে তুরস্ক ভুমিকম্পে মৃত যুগল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।


উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৭.৮ রিকটর মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে বিধ্বস্ত হয়েছে দেশের বহুমুল্যবান প্রজেক্ট, প্রান হারিয়েছেন বহুজন, নিহত, নিখোঁজ হয়েছেন অগনিত লোকজন। অপারেশন দোস্ত-এর অধীনে ভারত সরকার অনুসন্ধান ও উদ্ধারকারী দল সহ হাসপাতাল, উপকরণ, ওষুধ এবং সরঞ্জাম তুরস্ক এবং সিরিয়াতে পাঠিয়েছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াই শেয়ার করা হচ্ছে সম্পর্কহীন অনেক ছবি, ভিডিও। সন্দেহযুক্ত পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর +919049053770-এ।
তথ্য যাচাই
ভাইরালে এই ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই ছবিটিকে ’গেম অফ থ্রোন্স’-নামের ওয়েব সিরিজের বলে জানিয়েছেন।
তারপর, এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করতেই ভাইরাল এই ছবি সমন্বিত ভিডিও ক্লিপ পেয়ে যায়। ২০১৯ সালের ২০ মে তারিখে আপলোড করা এই ভিডিও ক্লিপের শীর্ষকে লেখা হয়েছে, “টাইরিওন, সেরসি এবং জেইমির মৃতদেহের জন্য শোক করছে।“ আরও উল্লেখ করা হয়েছে এই ভিডিও ক্লিপটি সিরিজের অষ্টম সিজিনের ষষ্ঠ এপিসোডের।

ভিডিও ক্লিপটি দেখুন এখানে
সংবাদমাধ্যম ’ইনডিপেন্ডেন্ট’-এর নির্বাহী সম্পাদক ’জেন্না আমাতুল্লি’ সহ অনেকেই ’গেম অফ থ্রোন্স’ নামের এই ওয়েবসিরিজের এই দৃশ্যের ছবি শেয়ার করে নিজের অনুভুতি প্রকাশ করেছেন।
নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ছবি ও ওয়েবসিরিজের দৃশ্যটির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

প্রসঙ্গত বলে রাখা ভালো যে, ’গেম অফ থ্রোন্স’ নামের এই ওয়েবসিরিজটি একটি আমেরিকান ফ্যান্টাসি টেলিভিশন সিরিজ যার প্রথম এপিসোড মুক্তি পেয়েছিল ২০১১ সালের ১৭ এপ্রিল তারিখে এবং সর্বশেষ এপিসোড মুক্তি পেয়েছে ২০১৯ সালের ১৯ মে তারিখে। এই সিরিজে মোট ৭৩টি এপিসোড রয়েছে। এই ফ্যান্টাসি সিরিজে দেখানো হয়েছে সাম্রাজ্য নিয়ে পারিবারিক কলহ এবং বিদেশী শত্রুদের কূটনৈতিক চালচলন এবং তারা একে ওপরের সাথে কিভাবে সম্পর্কিত। ভাইরাল ছবিতে দেখতে পাওয়া যুবকের নাম জেইমি ল্যানিস্টার এবং মহিলার নাম সারসি ল্যানিস্টার। জেইমি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নিকোলাজ কোস্টার-ওয়াল্ডাউ এবং সারসি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করেছেন লেনা হেডি। জেইমি ল্যানিস্টার এবং সারসি ল্যানিস্টার সম্পর্কে ছিল ভাই বোন যারা ছিল একে ওপরের প্রেমিক। সর্বশেষ এপিসোডে যখন তাদের সাম্রাজ্য ওপর একজন দ্বারা আক্রমন করে হড়পে নেওয়া হয় তখন তারা দুজন বেসমেন্টে আটকে পড়ে গিয়েছিল। ফলে, বিশাল দুর্গ তাদের ওপরেই পড়ে তাদের প্রান কেড়ে নিয়েছিল এবং তাদের মৃত্যুর পরেই যখন তাদের অন্য এক ভাই ( টাইরিওন ল্যানিস্টার ) তাদের খুঁজতে আসেন তখন তিনি পাথর সরিয়ে তাদের এই অবস্থায় দেখতে পেয়েছিল এবং তাদের মৃত্যুর জন্য শোক পালন করছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। আমেরিকান টেলিভিশন সিরিজ ’গেম অফ থ্রোন্স’-এর একটি দৃশ্যকে তুরস্ক ভুমিকম্পে মৃত যুগল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:ওয়েব সিরিজ ’গেম অফ থ্রোন্স’-এর দৃশ্য তুরস্ক ভুমিকম্পে নিহত যুগল দাবিতে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False