সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ভিডিও বলে দাবি করা হচ্ছে। চলন্ত গাড়ি থেকে শুট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন যুবক মিলে একজন ব্যাক্তিকে রাস্তায় ফেলে নির্মমভাবে প্রহার করছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের কিভাবে আক্রমণ চলছে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মারধরের এই ভিডিওটি তামিলনাড়ুতে হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার সাথে সম্পর্কিত নয়।

ফেসবুক পোস্ট

উল্লেখ্য, চলন্ত ট্রেনে পরিযায়ী শ্রমিকদের জাতিগত পরিচয়কে কেন্দ্র করে মারধর ও হেনস্থার অভিযোগ তামিলনাড়ুর বাসিন্দার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে সম্পর্কহীন অনেক ভিডিও, ছবি। তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে যে তামিলনাড়ুতে উত্তর ভারতীয় এবং হিন্দিভাষী লোকদের লাঞ্ছিত করা হচ্ছে। বিষয়বস্তু সত্য যাচাই না করে পোস্ট করা হয়. দয়া করে এই ধরনের গুজব বিশ্বাস করবেন না বা ছড়াবেন না।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল ভিডিও কেন্দ্রিক বেশ কয়েকটি তেলেগুভাষী সংবাদউপস্থাপন পাওয়া যায়। ২৩ জানুয়ারি,২০২৩, তারিখের এই উপস্থাপনগুলিতে মারধরের এই ভিডিওটি হায়দ্রাবাদ শহরের বলে জানিয়েছে। দেখুন এখানে, এখানে

’টাইমস অফ ইন্ডিয়া’র ২৩ জানুয়ারি,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, মারধরের এই ঘটনাটি ঘটেছে ২২ জানুয়ারি তারিখের বিকেল ৫ টার দিকে হায়দ্রাবাদের পুরানাপুলের কাছে জিয়াগুদা বাইপাস রোডে। তিন ব্যাক্তির মারধরের শিকার ৩২ বছর বয়সি জনগম সাইনাথের মৃত্যু সেখানেই হয়ে গিয়েছিল। সাইনাথের বাড়ি ছিল হায়দ্রাবাদের আম্বারপেত এলাকায়। মারধরকারী তিনজন ব্যাক্তির বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। মারধরের শিকার ব্যক্তি ও আসামিদের মধ্যে ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদন আর্কাইভ
দি ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন আর্কাইভ

আরও পড়ুন এখানে

তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়, ভাইরাল এই ভিডিওটির তামিলনাড়ুতে বিহারের অভিবাসী শ্রমিকদের আক্রমনের সাথে সম্পর্কিত নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। মারধরের এই ভিডিওটি তামিলনাড়ুতে হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:ভাইরাল এই ভিডিওটি তামিলনাড়ুতে হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার সাথে সম্পর্কিত নয়

Fact Check By: Nasim Akhtar

Result: False