
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো শেয়ার করে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে হাতে অস্ত্র নিয়ে বিজয় মিছিল করছে তৃণমূল। পোস্টে দেখা যাচ্ছে নীল রঙের আলোর রোশনায় অনেকগুলি লোক উদ্দাম নাচছে। ভিডিওতে তৃনমূলে বিখ্যাত গান ‘খেলা হবে’ শোনা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “পশ্চিমবঙ্গের ফলাফলের পরের বিজয় উৎসব”।
এখানে বলে রাখা ভালো, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ নামের একটি গান বানায়। এই গান সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয়তা লাভ করে। ধীরে ধীরে এই খেলা হবে তৃনমূলের নির্বাচনী শ্লোগানে পরিণত হয়।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। পুরনো একটি ভিডিওতে রাজনৈতিক রং চড়িয়ে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলা ঘোষণা হয়েছে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির সমর্থকদের দ্বন্দ্বের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিছু সত্যি ঘটনা হলেও বেশিরভাগই ভুয়ো। এর আগে বিজেপি নেতা সৌমিত্র খাঁ একটু ছবিকে শেয়ার করে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করেছিল। ফ্যাক্ট ক্রিসেন্ডো ওই দাবির তথ্য যাচাই করে সেটি ভুল প্রমাণ করে।
পড়ুন সৌমিত্র খাঁ’র ভুয়ো দাবির তথ্য যাচাই।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলে কয়েকটি ফ্রেমে ভাগ করে তার রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, কোনও যথাযথ তথ্য পাওয়া যায় না। এরপর বিভিন্ন রকম প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে একটি টুইটের কমেন্টে একটি সূত্র পাই। একজন ইউজার বিজেপি নেতা কুলজিত সিংহ’র টুইটে একটি ইউটিউব লিঙ্ক কমেন্ট করে লেখেন, “এটি ছয় মাস পুরনো ভিডিও”। ওই লিঙ্ক থেকে দেখতে পাই ভাইরাল হওয়া ভিডিওটি ২০২০ সালের অক্টোবর মাসে আপলোড করা হয়েছিল। ভিডিওতে তৃনমূলের ‘খেলা হবে’ নয় অন্য একটি গান শোনা যাচ্ছে।
নিচে ভাইরাল হওয়া ভিডিও এবং পুরনো ইউটিউব ভিডিওর স্ক্রিনশটের একটি তুলনা দেওয়া হল। এতে ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে যায় যে এটি বিধানসভা নির্বাচনের পরে বিজয় উল্লাসের ভিডিও নয়। এছাড়া, ভাইরাল ভিডিওতে যে খেলা হবে গানটি শোনা যাচ্ছে সেটিকেও পরে যোগ করা হয়েছে বলে আমাদের বিশ্বাস।

এরপর আরও দেখতে পাই কলকাতা পুলিশ এই ভিডিওতে একটু স্ক্রিনশট শেয়ার করে স্পষ্ট করেন এই দাবি ভুয়ো। পুলিশের তরফে জানানো হয় যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত সত্য নয়। পুরনো একটি ভিডিওতে রাজনৈতিক রং চড়িয়ে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। পুলিশের তরফেও এটিকে ভুয়ো বলে স্পষ্ট করা হয়েছে।