ইমরান খানের পুরনো দুটি ছবি সম্প্রতি হামলায় গুলিবিদ্ধ হওয়ার দাবিতে ভুয়ো পোস্ট শেয়ার   

False Political

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে সম্প্রতি হামলায় গুলিবিদ্ধ প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বলে দাবি করা হচ্ছে। পোস্টের প্রথম ছবিতে ইমরান খানকে আহত এবং অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে। তাকে তূলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কয়েকজন ব্যাক্তি। দ্বিতীয় ছবিতে তাকে স্ট্রেচার জাতীয় কোন বিছানায় শুয়ে থাকেতে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ব্রেকিং নিউজ 🔴 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ।  ইন্নালিল্লাহ্“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ইমরান খানের পুরনো এবং অপ্রাসঙ্গিক দুটি ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 
ফেসবুক পোস্ট আর্কাইভ 

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ পাকিস্তান প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালিয়ে হামলা করা হয়। তিনি পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন যখন একজন বন্দুকধারী তার উপর গুলি চালায়। এতে তিনি সহ তার কয়েকজন সমর্থক আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে লাহোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি শঙ্কামুক্ত।   

তথ্য যাচাই 

প্রথম ছবিঃ 

এই ছবির সত্যতা যাচায় করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ  করি। ফলে, ইন্ডিয়া টুডের ২০১৩ সালের ৭ মে তারিখের এই ছবি কেন্দ্রিক প্রতিবেদন অনুযায়ী, লাহোরের গালিব বাজারে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সামনে ভাষণ দিতে স্টেজে উঠছিলেন তিনি। মাটি থেকে ১০-১৪ ফুট উঁচু স্টেজে লিফটের মাধ্যমে উঠছিলেন তিনি এবং সেখানে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এই দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

প্রতিবেদন আর্কাইভ 

আল জাজিরার ভিডিও উপস্থাপনেও ভাইরাল এই ছবিকে ২০১৩ সালের বলে জানানো হয়। নীচে ভিডিও উপস্থাপনটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় ভাইরাল এই ছবিটি সম্প্রতির নয়, বরং ৯ বছর পুরনো। ইমরান খানের ভাইরাল এই ছবির সম্প্রতির হামলার সাথে সম্পর্কিত নয়। 

দ্বিতীয় ছবিঃ 

এই ছবির আসল তথ্য খুঁজতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ভেরিফাইড টুইটার হ্যান্ডলে পোস্ট করা মিলে। ছবিটি ২০১৪ সালের ১৭ আগস্ট তারিখে টুইট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে “ধর্নার রাত।“ 

এখান থেকে স্পষ্ট হয়ে যায় ছবিটি সম্প্রতির নয় বরং আট বছর পুরনো। 

প্রসঙ্গত, ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি দ্বারা ২০১৪ সালের ১৪ আগস্ট তারিখে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছিল। এই ছবিটা সেই সময়ের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ইমরান খানের পুরনো এবং অপ্রাসঙ্গিক দুটি ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ইমরান খানের পুরনো দুটি ছবি সম্প্রতি হামলায় গুলিবিদ্ধ হওয়ার দাবিতে ভুয়ো পোস্ট শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False