
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে তামিলনাড়ুতে হিন্দিভাষী অভিবাসী শ্রমিকদের উপর হামলার ভিডিও বলে দাবি করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “দেখেন বন্ধুরা তামিলনাড়ু কেমন করে কুবাচ্ছে হিন্দি লোককে।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। কোয়েম্বাটুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ভিডিও তামিলনাড়ুতে হিন্দিভাষী শ্রমিকদের উপর হামলার দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে হিন্দিভাষী বিহারী শ্রমিকদের উপর স্থানীয়দের দ্বারা আক্রান্ত হওয়ার খবর আসতেই সোশ্যাল মিডিয়াই ছড়িয়ে পড়তে শুরু করেছে সম্পর্কহীন অনেক ভিডিও, ছবি। এই ভিডিওটি তেমনই একটি ভিডিও। আসুন দেখেনি ভাইরাল এই ভিডিওর আসল উৎস।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, newsbricks নামের ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি তারিখে কোয়েম্বাটুর ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে। কোয়েম্বাটুর জেলার কিরানাথম গ্রামের বাসিন্দা গোকুল। ২২ বছর বয়সী গোকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে। ১৩ ফেব্রুয়ারি তারিখে গোকুল তার বন্ধু মনোজকে সাথে নিয়ে একটি হত্যা মামলার বিষয়ে কোর্ট হাজিরা দিতে গিয়েছিল। কোর্ট থেকে ফেরার পথে চার জনের একটি দল গোকুলকে আদালতের পেছনে ধাওয়া করতে শুরু করে এবং পরক্ষনে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর তারা মনোজকে ধাওয়া করে মাথায় আঘাত করে। গোকুলকে খুন করা দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলগিরি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম হল গৌথাম ও জোশুয়া।

এই ঘটনা কেন্দ্রিক এবিপির ভিডিও উপস্থাপন থেকেও একই কথা জানা যায়। দেখুনঃ
ভাইরাল পোস্টের এই ভিডিওটি বিহারের একজন সাংবাদিক একই দাবির সাথে টুইট করেছিলেন যা এখন ডিলিট করে দেওয়া হয়েছে,( আর্কাইভ ভিডিও ) তার প্রতি উত্তরে তামিলনাড়ু পুলিশ একটি ভিডিও বার্তা জারির মাধ্যমে সেই ভিডিও গুলোর আসল উৎস সম্পর্কে তথ্য দেন এবং স্পষ্ট করেন যে ভাইরাল ভিডিওটি হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার সাথে কোন ভাবেই সম্পর্কিত নয়।
এই ভিডিওতে ডিজিপি সিলেন্দ্র বাবু বলেছেন, “বিহারের কেউ একটি মিথ্যা এবং দুষ্টু ভিডিও পোস্ট করেছে যে বিহারের অভিবাসী শ্রমিকদের তামিলনাড়ুতে আক্রমণ করা হয়েছে। ওই (টুইটে) দুটি ভিডিও পোস্ট করা হয়েছে এবং দুটিই ভুয়া ভিডিও। এই দুটি ঘটনা আগে তিরুপুর এবং কোয়েম্বাটুরে ঘটেছিল এবং উভয় ক্ষেত্রেই তামিলনাড়ুর মানুষ এবং অভিবাসী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ নয়। একটি ভিডিও বিহারি অভিবাসী শ্রমিকদের দুটি দলের মধ্যে সংঘর্ষের এবং আরেকটি ভিডিও কোয়েম্বাটুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের।“
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, ভাইরাল এই ভিডিওটির তামিলনাড়ুতে বিহারের অভিবাসী শ্রমিকদের আক্রমনের সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। কোয়েম্বাটুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ভিডিও তামিলনাড়ুতে হিন্দিভাষী শ্রমিকদের উপর হামলার দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:কোয়েম্বাটুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ভিডিও বিহারি অভিবাসী শ্রমিকদের ওপর হামলার দাবিতে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False