
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে গনিত বইয়ের একটি অনুশীলনীর ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে বইটি পশ্চিমবঙ্গের তৃতীয় শ্রেণীর গনিত পাঠ্যপুস্তক যেখানে কট্টরতা ও সন্ত্রাসীচিন্তাধারা প্রকাশ করা হচ্ছে। পোস্টের এই ছবিতে দেখা যাচ্ছে গনিত বইয়ের ২৩ নম্বর পাতায় থাকা অনুশীলনীর ২৩ নম্বর অঙ্কে লেখা রয়েছে, এক মুজাহিদ জেহাদের ময়দানে প্রথম দিন ২৪ জন, দ্বিতীয় দিন ১৮ জন এবং তৃতীয় দিন ১২ জন শত্রুকে মেরে ফেললেন । তিনি মোট কত জন শত্রুকে মেরে ফেললেন ?।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “*পশ্চিমবঙ্গে তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্ন; 1) একজন “মুজাহিদ” জিহাদের প্রথম দিনে 10 জন, দ্বিতীয় দিনে 10 জন, তৃতীয় দিনে 10 জন শত্রুকে হত্যা করে। কত “শত্রু” মানুষ যে হত্যা করে? * হিন্দুরা এখন জেগে ওঠো। *মূর্খ ধর্মনিরপেক্ষরা, খুব ভোর হয়েছে, চোখ খুলে ফেলুন*।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো প্রথম শ্রেণির গণিত বইয়ের ছবি পশ্চিমবঙ্গের দাবি করে শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা পশ্চিমবঙ্গ প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেনিতে পড়ানো গনিত বইটি খুঁজে বের করি। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায় তৃতীয় শ্রেনিতে পড়ানো গনিত বইটির নাম হল- আমার গনিত। পরবর্তিতে , এই বইয়ের ২৩ নম্বর পাতা বের করে দেখতে পাওয়া যায় তা ভাইরাল এই ফেসবুক পোস্টের ছবি থেকে পৃথক। বইয়ের ২৩ নম্বর পাতার ছবি নীচে দেখুনঃ

এখান থেকে ধারণা হয়ে যায়, গনিত অনুশীলনীর এই ছবিটি পশ্চিমবঙ্গের তৃতীয় শ্রেনির পাঠ্যপুস্তক নয়।
তাহলে বইটি কোথাকার ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই উত্তর পেয়ে যায়। বাবু ম্রেধা নামের এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে এই ছবির অনুসন্ধান মিলে। অনুশীলনীর ছবি সহ এই বইয়ের কভার পাতার ছবি তিনি ২০২০ সালের ১০ এপ্রিল তারিখে শেয়ার করেছিলেন। বইয়ের কভার পাতায় স্পষ্ট দেখা যাচ্ছে বইটির নাম- আদর্শ মুসলিম গনিত শিক্ষা এবং বইটি প্রথম শ্রেনির ছাত্র ছাত্রিদের জন্য। বইটি ঢাকার কওমি মাদরাসা পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন, “আদর্শ মুসলিম গণিত শিক্ষা প্রথম শ্রেণি!! পৃষ্ঠা ২৩, অনুশীলনী প্রশ্ন নং ২৩। “এক মুজাহিদ জেহাদের ময়দানে প্রথম দিন ২৪ জন, দ্বিতীয় দিন ১৮ জন এবং তৃতীয় দিন ১২ জন শত্রুকে মেরে ফেললেন। তিনি মোট কতজন শত্রুকে মেরে ফেললেন? ” এভাবেই ছোট বেলা থেকে ধর্মের নামে যুদ্ধ, ধর্মের নামে শত্রুতা এবং ধর্মের নামে জিহাদ করে শত্রুদের হত্যা করার শিক্ষা শিশুদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়। এরা বড় হলে এদের সাথে আপনি তর্কাতর্কি করে তার এই ছেলেবেলায় পাওয়া ভিত্তিটা বদলে দিতে পারবেন যে মানুষ হত্যা করা জঘন্য কাজ?।“
এই বইটি সপর্কিত আরও তথ্য খুঁজতে গুগলে কিওয়ার্ড সার্চ কিওয়ার্ড সার্চ করলে ’কিতাবঘর’ নামের ই-কমার্স ওয়েবসাইটে বইটি খুঁজে পাই। এখানে দেওয়া তথ্য অনুযায়ী বইটি শুধুমাত্র বাংলাদেশের ঢাকা শহরে পাওয়া যায়। বইটি বাংলাদেশের মাদ্রাসায় প্রথম শ্রেনির ছাত্রদের পড়ানো হয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো । বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো প্রথম শ্রেণির গণিত বইয়ের ছবি পশ্চিমবঙ্গের দাবি করে শেয়ার করা হচ্ছে।

Title:বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো প্রথম শ্রেণির গণিত বইয়ের ছবি পশ্চিমবঙ্গের তৃতীয় শ্রেনির দাবিতে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False