
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, মদ্যপ অবস্থায় বিমানবন্দরের লবিতে প্রস্রাব করলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। প্রতিবেদনের থাম্বনেলে একদিকে আরিয়ান খানের ছবি দেওয়া রয়েছে এবং অন্যদিকে দুজন লোককে দেখা যাচ্ছে। প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে – ম’দ্য’প অবস্থায় বিমানবন্দরের লবিতে প্রস্রাব শাহরুখ-পুত্র আরিয়ান খানের, ভিডিও সামনে আসতেই তুমুল হইচই নেটপাড়ায়। পোস্টের ক্যাপশনেও একই কথা লেখা রয়েছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং ভুয়ো। অপ্রাসঙ্গিক ভিডিওর সাথে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলের মাধ্যমে কয়েকটি কি-ফ্রেমে ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল ইউকে’-এর একটি প্রতিবেদনে ভাইরাল এই ভিডিওকে দেখতে পাই। ২০১৩ সালের ৩ জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানতে পারি, ভিডিওতে যে যুবককে দেখা তিনি হলেন বিখ্যাত হলিউড ছবি টুইলাইট-এর অভিনেতা ব্রনসন পেলেটিয়ার। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিমানবন্দরের ঘটনা। ২৫ বছর বয়সী ওই অভিনেতা মদ্যপ অবস্থায় বিমানবন্দরে পৌঁছয় এবং একজন নিরাপত্তারক্ষী তাকে বসানোর সামলানোর চেষ্টা করে। প্রতিবেদনটি পড়ুন এখানে।

সেসময় একাধিক সংবাদমাধ্যম এই ঘটনার ওপর খবর প্রকাশ করে। প্রতিবেদনগুলি পড়ুন এখানে এবং এখানে। রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ২০১২ সালের ডিসেম্বর মাসে ঘটে। ব্রনসন পেলেটিয়ারের বিরুদ্ধে জনসমক্ষে মদ্যপ অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছিল। অভিনেতালে ২ বছরের প্রবেশন কারাদণ্ড সহ ৫২টি AA সভায় যোগদানের সাজা দেওয়া হয়েছিল।

অন্যদিকে, বিভিন্ন রকম কিওয়ার্ড সার্চ করে আমরা আরিয়ান খানের বিমানবন্দরে প্রস্রাব করা জাতীয় কোনও ঘটনার খবর খুঁজে পাইনি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অপ্রাসঙ্গিক ভিডিওর সাথে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জুড়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:বিমানবন্দরে মদ্যপ অবস্থায় আরিয়ান খানের প্রস্রাব করার খবরটি ভুয়ো
Fact Check By: Rahul AResult: False