ব্রিটেন গট ট্যালেন্ট টেলিভিশন শোয়ে আযান দেওয়ার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Altered International

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, টেলিভিশন শো ‘ব্রিটেন গট ট্যালেন্ট’-এর মঞ্চে আযান পরিবেশন করলো যুবক। ভাইরাল ৫ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক মুখে মাস্ক পরে একটি মঞ্চের সামনে দাঁড়াচ্ছে এবং এরপর মুখোশ নামিয়ে আযান গাইতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে  স্টেজের পেছনের দিকে ব্রিটেন গট ট্যালেন্ট লেখা রয়েছে। সামনে বেশ কয়েকজন বিচারক ও দর্শক বসে রয়েছে।  

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – গান করার প্রলোভন দেখিয়ে আযান শুনিয়ে দিলো সবাইকে। মাশাআল্লাহ।

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ব্রিটেন গট ট্যালেন্ট রিয়ালিটি শো-এর ভিডিওকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

ভিডিওটি দেখেই আমরা বুঝতে পারি এটি সম্পাদিত। আরও লক্ষণীয় বিষয় হল, সামনে বসে থাকা একই বিচারক পোশাক বার বার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ, দুটি ভিডিও ভিডিওকে যুক্ত করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে বলে প্রাথমিক অনুমান

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি-ফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ‘মিডি তানজং’ নামের এক ইউটিউব চ্যানেলে একইরকম ভিডিও খুঁজে পাই। ১০ নভেম্বর, ২০২১, তারিখে এই ভিডিও আপলোড করা হয়েছে যার বিবরণে লেখা রয়েছে, “সূরা আল কুরআন আয়াত কুরসি পেঙ্গুসির জিন সালামুয়ালাইকুন- প্যারোডি।” ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্রিটেন গট ট্যালেন্ট-এর কোনও ভিডিওতে একজন যুবকের অন্য ভিডিওকে সুপারইম্পোজ করে দুটি মিলিয়ে একটি ভিডিও বানানো হয়েছে। দেখে মনে হচ্ছে যুবকটি ওই শো-এর মঞ্চে গাইছেন কিন্তু আসলে তা ডিজিটাল এডিটিং টুলের কারসাজি।  

প্রাসঙ্গিক কি ওয়ার্ডসার্চের মাধ্যমে ইউটিউবে একইরকম আরও ২টি ভিডিও খুঁজে পাই। এই দুটি ভিডিও থেকেই কিছু কিছু দৃশ্য নিয়ে এবং আযানরত অবস্থায় যুবকের তৃতীয় ভিডিওকে সুপারইম্পোজ করে পোস্টের ভিডিওটি বানানো হয়েছে।    

প্রথম ভিডিও

দ্বিতীয় ভিডিও

https://www.youtube.com/watch?v=ApST-rNLkdU

পাঠকের সুবিধার্থে ভাইরাল ভিডিও এবং উপরোক্ত দুটি ভিডিওর কিছু দৃশ্যের তুলনা দেওয়া হল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ব্রিটেন গট ট্যালেন্ট রিয়ালিটি শো-এর ভিডিওকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Update: ২৪ জানুয়ারি, ২০২২, ফ্যাক্ট ক্রিসেন্ডো এই পোস্টের রেটিং ‘Satire’ থেকে বদলে ‘Altered’ করেছে। আমাদের অসাবধানতার জেরে এই ত্রুটি হয়েছিল, এই নিয়ে আমরা ক্ষমাপ্রার্থী।

Avatar

Title:ব্রিটেন গট ট্যালেন্ট টেলিভিশন শোয়ে আযান দেওয়ার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Fact Check By: Nasim A 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *