
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে যোগী আদিত্যনাথের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, শহীদ পুলিশ কনস্টেবলের ভস্ম নিজের কপালে লাগালেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে মাটিতে পড়ে থাকা ভস্ময়ের স্তুপের দিকে ঝুঁকে হাতে করে অল্প পরিমান ভস্ম হাতে নিয়ে নিজের কপালে লাগাচ্ছেন যোগী আদিত্যনাথ।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “সন্মান কিভাবে দিতে হয় নিজের প্রশাসনের কর্মীদের সেটা শিখুন মমতা ব্যানার্জী। প্রয়াগরাজ উমেশ পাল হত্যাকাণ্ডে শহিদ হওয়া পুলিশ কন্স্টেবলের ভষ্ম কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জী নিজের মাথায় লাগালেন। উনার আত্মার শান্তি কামনা করি।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি গত বছর হোলিকা দহন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় যোগী আদিত্যনাথ তার নিজের কপালে ভস্ম লাগানোর, পুলিশ কনস্টেবলের শেষকৃত্যে নয়।
তথ্য যাচাই
ভিডিওর আসল খুঁজতে ভিদিওতিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হিন্দু ধর্ম প্রচারক এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ’প্রাচী সাধ্বী’র টুইটার প্রোফাইলে হুবহু ভাইরাল ভিডিওটি টুইট করা মিলে। ২২ মারচ,২০২২, তারিখে টুইট করা এই ভিডিওর ক্যাপশন অনুযায়ী, যোগী আদিত্যনাথ তার কপালে হোলিকা দহনের ঠান্ডা ভস্ম প্রয়োগ করছেন।
সংবাদ উপস্থাপন অনুযায়ী, যোগী আদিত্যনাথ হোলিকা দহন ও তার পরের দিন হোলি উদযাপন করতে গোরখপুর গিয়েছিলেন। সেখানে তিনি হোলিকা দহনের দিন বের হওয়া রথযাত্রায় অংশ নেন এবং তারপর হোলিকা দহন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
হোলিকা দহন অনুষ্ঠানে যোগী আদিত্যনাথের অংশগ্রহণের কিছু ছবি ANI-এর টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। দেখুন নীচেঃ
আরও দেখুন এবং পড়ুনঃ

ফ্যাক্ট ক্রিসেন্ডো স্থানীয় সাংবাদিক মার্কন্ডেয়ার সাথে যোগাযোগ করেন। তিনি আমাদের জানিয়েছেন, “এই ভিডিওটি গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের। হোলিকা দহনের দ্বিতীয় দিনে কপালে ভস্ম লাগিয়ে হোলিকা দর্শন করার প্রথা রয়েছে এখানে যোগী আদিত্যনাথও তাই করছিলেন। এই ভিডিও নিয়ে যে দাবি ভাইরাল হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।“
ফ্যাক্ট ক্রিসেন্ডো গোরক্ষপুরের জেলা ম্যাজিস্ট্রেট বিনীত কুমার সিংয়ের সাথে যোগাযোগ করেছেন। তিনি আমাদের জানিয়েছেন, “এই ভিডিওটি হোলি দহনের সময়কার। হোলিকা দহন হোলির এক দিন আগে হয় এবং সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে এর ভস্ম ঠান্ডা হওয়ার পরে তা কপালে লাগানো হয় এবং দর্শন নেওয়া হয়। এই ভিডিওতেও তাই হচ্ছে।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওটি গত বছর হোলিকা দহন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় যোগী আদিত্যনাথ তার নিজের কপালে ভস্ম লাগানোর, পুলিশ কনস্টেবলের শেষকৃত্যে নয়।

Title:শহীদ পুলিশ কনস্টেবলের ভস্ম নিজের কপালে লাগাচ্ছেন যোগী আদিত্যনাথ ? জানুন ভাইরাল ভিডিও সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False