
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে রাজস্থানে ভারত জোড়ো যাত্রার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। পোস্টের এই ছবিতে জনগণের বিশাল বিশাল ভিড় দেখা যাচ্ছে যা প্রস্তর মাঠকে ঘিরে রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “রাজস্থানের ঝালাওয়ার জেলার চানওয়ালিতে ভারতের ভবিষ্যত মিঃ রাহুল গান্ধীকে স্বাগত জানাতে বিশাল জনতা জড়ো হয়েছিল #BharatJodoYatra।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশের মথুরায় জয় গুরুদেবের আশ্রমে আয়োজিত একটি অনুষ্ঠানের ছবিকে ভারত জোড়ো যাত্রার সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

উল্লেখ্য, রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা ’ভারত জোড়ো যাত্রা’ ৪ দিসেম্বর,২০২২, তারিখের সন্ধ্যায় রাজস্থানের চাওয়ালি পৌঁছেছিল এবং তারপর সেখানে তিনি পাবলিক অনুষ্ঠানে যোগদান করেছিলেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, পঙ্কজ মহারাজ নামের এক ফেসবুক প্রোফাইলে ভাইরাল এই ছবির ন্যায় অনেকগুলি ছবি পাওয়া যায়। ৩ ডিসেম্বর তারিখে করা এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে তিনি জানিয়েছেন যে- ৩ ডিসেম্বর তারিখে পূজ্য দাদা গুরু মহারাজের পবিত্র ভান্ডারের অনুষ্ঠানে বিপুল বিশ্বাসের সমাগম ঘটে।
এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে Jaigurudev Mathura Official নামের চ্যানেলে একটি ভিডিও পেয়ে যায়। এই ভিডিওতেও ভাইরাল ছবিদ্বয়ের মতই দৃশ্য লক্ষ্যনিয়।
উত্তরপ্রদেশ গ্রামীন নিউজ চ্যানেলের ভিডিও উপস্থানে জানিয়েছে ভিডিওটি মথুরায় অবস্থিত দাদা গুরু মহারাজের জয়গুরুদেব আশ্রমের। তিনি তাঁর আশ্রমে ভান্ডারের আয়োজন করেছিলেন।
তারপর মথুরার জয়গুরুদেব আশ্রমের অফিশিয়াল ফেসবুক পেজেও এই অনুষ্ঠানের কিছু শেয়ার করা মিলে যা আমাদের ভাইরাল ছবির সাথে মিলে যাচ্ছে।
নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

ফ্যাক্ট ক্রিসেণ্ডো জয় গুরুদেব আশ্রমের সাথে যোগাযোগ করলে আশ্রম পরিচালক অরুন আমাদের জানিয়েছেন, “ ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আশ্রমে ৭৪ তম বার্ষিক ভান্ডারের আয়োজন করা হয়েছিল। ভাইরাল এই ছবিটি আমাদের আশ্রমে আয়োজিত ভাণ্ডারের। ছবিতে দেখা ভিড় আশ্রমের সীমানার ভেতরে। ছবিটি আশ্রমের বারান্দা থেকে তোলা হয়েছে।“
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়, ভারত জোড়ো যাত্রার নামে শেয়ার করা এই ছবিটি মথুরার জয় গুরুদেব আশ্রমে আয়োজিত ভাণ্ডারের।
এই ছবি দুটি হিন্দি ভাষায় একই দাবির সাথেও ভাইরাল হয়েছে। তথ্য যাচাইটি হিন্দিতে পড়তে ক্লিক করুন এখানে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। উত্তরপ্রদেশের মথুরায় জয় গুরুদেবের আশ্রমে আয়োজিত একটি অনুষ্ঠানের ছবিকে ভারত জোড়ো যাত্রার সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

Title:মথুরায় জয় গুরুদেবের আশ্রমে আয়োজিত ভাণ্ডারে জনগণের বিশাল ভিড়ের ছবিকে ভারত জোড়ো যাত্রার দাবিতে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False