দিল্লী পৌরনিগম ভোটে আম আদমি পার্টিকে ভোট না দেওয়ার আপিল করা ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়ো

False Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজ্ঞপ্তি জারির মাধ্যমে দিল্লী পৌরনিগম ভোটে আম আদমি পার্টিকে ভোট না দেওয়ার আপিল করেছেন মৌলানা সাদ। “দিল্লির মুসলমানদের প্রতি মাওলানা সাদ সাহেবের বিশেষ আবেদন” শিরোনাম যুক্ত এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে,“ আপনারা সবাই জানেন না যে দিল্লিতে পৌরসভা নির্বাচনের প্রচার চলছে জোরেশোরে, দুই থেকে চার দিনের মধ্যে ভোট দেওয়া হবে, আপনাদের সকলের কাছে অনুরোধ যে কেজরিওয়ালের দল, যারা দেশদ্রোহী প্রমাণিত হয়েছে। মুসলমানরা, ভোট দেবেন না কেজরিওয়াল কীভাবে সঙ্ঘের নির্দেশে শাহীনবাগে আমাদের বোনদের মানহানি করার চেষ্টা করেছিলেন, কীভাবে কেজরিওয়াল সিএএ নিয়ে বিজেপির সাথে দাঁড়িয়েছিলেন, কীভাবে দিল্লির দাঙ্গা হয়েছিল তাও সকলের জানা যে মুসলমানরা জড়িত ছিল এবং কীভাবে একজন মুসলিমপন্থী নেতার মতো তাহির হুসেনকে আশ্রয় দিয়েছিল আম আদমি পার্টি। আমানতুল্লাহ খানের মামলা হোক বা ওয়াকফ বোর্ড কেলেঙ্কারি, কেজরিওয়াল কখনও মুসলমানদের পাশে দাঁড়াননি।…“ বিজ্ঞপ্তিটি জারি করার তারিখ দেওয়া রয়েছে ৩০ নভেম্বর,২০২২।    

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। দিল্লী পৌরনিগম ভোটে আম আদমি পার্টিকে ভোট না দেওয়ার আপিল করা ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়ো। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

উল্লেখ্য, মৌলানা সাদ হলেন একজন ইসলাম ধর্ম প্রচারক এবং তাবলিগী জামাতের প্রধান। 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, ভাইরাল এই বিজ্ঞপ্তি কেন্দ্রিক কোন প্রতিবেদনই আমার পাইনা। 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো তাবলিগী জামাতের মুখপাত্র মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন, “মৌলানা সাদের পক্ষ থেকে বা তাবলিগী জামাতের তরফ থেকে এরকম কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন এবং ভুয়ো।“   

তারপর আমরা All India Muslim Personal Law Board-এর অফিশিয়াল ফেসবুক পেজেও একটি বিজ্ঞপ্তি পাই। এই বিজ্ঞপ্তিতে আম আদমি পার্টিকে ভোট না করার আবেদন কেন্দ্রিক ভাইরাল এই বিজ্ঞপ্তিকে ভুয়ো বলে জানানো হয়েছে। 

এই একই বিজ্ঞপ্তি মৌলানা মাহমুদ মাদানির নামেও ভাইরাল হয়েছে। 

তাহলে কি মৌলানা মাহমুদ মাদানি এরকম কোন বিজ্ঞপ্তি জারি করেছেন ? 

ফ্যাক্ট ক্রিসেণ্ডো উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর মিডিয়া মুখপাত্র আজিমুল্লাহর সাথেও যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন, “ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়ো এবং এটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তা স্পষ্টও করা হয়েছে এবং খণ্ডন করা হয়েছে। জমিয়তে উলামা-ই-হিন্দ বা মাওলানা মাহমুদ মাদানি এমন কোনো আবেদন করেননি।“ 

জামিয়ত উলামা-ই-হিন্দের ভেরিফাইড টুইটার প্রোফাইলে সেই পোস্টটি নীচে দেখুন যেখানে ভাইরাল বিজ্ঞপ্তিকে ভুয়ো বলে জানানো হয়েছে। এই টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, “মাওলানা মাহমুদ মাদানি সাহেব বা জামিয়ত উলামা-ই-হিন্দের পক্ষ থেকে কোনো আপিল জারি করা হয়নি।“  

মৌলানা মাহমুদ মাদানি খোদ নিজে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভাইরাল বিজ্ঞপ্তিকে ভুয়ো বলে জানিয়ছেন।  

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায়, ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়ো।

 নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। দিল্লী পৌরনিগম ভোটে আম আদমি পার্টিকে ভোট না দেওয়ার আপিল করে ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়ো।

Avatar

Title:দিল্লী পৌরনিগম ভোটে আম আদমি পার্টিকে ভোট না দেওয়ার আপিল করা ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়ো

Fact Check By: Nasim Akhtar  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *