কৃষক আন্দলনে যোগ দিতে মুসলমানরা নিজেরা শিখের ছদ্মবেশ ধারণ করছে ? জানুন ভিডিওর সত্যতা 

False Social

১৩ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হওয়া কৃষক আন্দোলন ‘দিল্লী চলো’ ডাক দিলেও তারা এখনও রাজধানীতে পৌছাতে সক্ষম হয়ে উঠেনি। কৃষকদের মুখ্য দাবি শস্য উৎপাদনের জন্য ন্যূনতম মূল্যের গ্যারান্টি। ভারতীয় কিষান ইউনিয়ন এর সাথে সংযুক্ত কৃষকরা মহামায়া ফ্লাইওভারে পৌঁছানোর পরে সোমবার বিকেলে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে ট্র্যাফিক প্রভাবিত হয়েছিল এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ করেছিল। কৃষকদের এই আন্দোলনের প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, কৃষকদের বিক্ষোভে যোগ দিতে মুসলমানরা নিজেদের শিখের ছদ্মবেশ ধারণ করছে। ভিডিওতে ফেজ টুপি পরা একজন ব্যাক্তিকে টুপি খুলে পাগড়ি পড়তে দেখা যাচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”*মুসলমানরা নকল শিখ সেজে মিথ্যা কৃষক আন্দোলন করে দেশের ক্ষতি করে চলেছে। আর এইসব হচ্ছে পাপ্পু গান্ধী ও কংগ্রেস পার্টির সহযোগিতায়।*।“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল দাবিটি ঠিক নয়। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই প্রক্রিয়া ভিডিওর উপরে থাকা লেখার ট্রানস্লেসনের মাধ্যমে শুরু করি। পাঞ্জাবী ভাষায় লেখা বাক্যটির অর্থ – ‘পাগড়ি প্রশিক্ষণ শিবির বীর সিধু মুসা ওয়ালের শেষ প্রার্থনায়’।

ভিডিওর কি ফ্রেম গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে হুবহু এই ভিডিওটি ‘Sardarian Trust Punjab – ਸਰਦਾਰੀਆਂ ਵਾਲੇ’ নামের ফেসবুক পেজে পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ১০ জুন তারিখে পোস্ট করা হয়েছে যা থেকে পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি কৃষক আন্দোলনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে,মুসওয়ালার শেষ প্রার্থনার জন্য ‘সর্দারিয়ান ট্রাস্ট’ একটি পাগড়ি প্রশিক্ষণ ক্যাম্প করেছে। মুসলিম এবং হিন্দু ভাইরাও পাগড়ি সাজাচ্ছেন। পাগড়ি প্রশিক্ষণ শিবিরের জন্য।“ 

অন্য আরেকটি পোস্ট পাওয়া যায় যেখানে গায়কের শেষ কৃত্যকে ঘিরে এই পাগড়ি ক্যাম্পের কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। 

https://www.facebook.com/dastarsira/posts/pfbid0L2t6jBCfzCUvjXpSkvD774SiX33ko4Eb3ziRrg4V7YwpxW9VJNy6X6UfEX8pPGx2l

তাছাড়া, ভিডিওতে দেখতে পাওয়া ব্যানারে পাঞ্জাবী গায়ক সীধু মুসেওয়ালাকে দেখতে পাওয়া যাচ্ছে। 

এই পাগড়ি ক্যাম্পের পোস্টারও পাওয়া যায়। 

সিধু মুসেওয়ালার প্রার্থনা সভায় যুবকদের পাগড়ি পরার আহ্বান জানানো হয়েছে এরকম সংবাদ উপস্থাপনও পাওয়া যায়। 

সিধু মুসেওয়ালা একজন বিশিষ্ট পাঞ্জাবি গায়ক এবং কংগ্রেস নেতা ছিলেন। তিনি মূলত পাঞ্জাবি ভাষার সঙ্গীত এবং সিনেমায় কাজ করেছেন। মুসওয়ালাকে পাঞ্জাবের মানসা জেলায় ২৯ মে, ২০২২ তারিখে গুলি করে হত্যা করা হয়েছিল।  ৮জুন, ২০২২ তারিখে গায়কের জন্মস্থান পাঞ্জাবের মানসা জেলায় শেষ প্রার্থনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে ফেসবুক পোস্টের দাবিটি ঠিক নয়। ২০২২ সালে পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার শেষ কৃত্যের আগে আয়োজিত পাগড়ি সভায় উপস্থিত মুসলিম ব্যাক্তির ফেজ টুপি খুলে পাগড়ি পরার ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:কৃষক আন্দলনে যোগ দিতে মুসলমানরা নিজেরা শিখের ছদ্মবেশ ধারণ করছে ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *