ব্যাডমিন্টন খেলার একটি ভিডিও সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াই বেশ ভাইরাল। ভিডিওতে একটি রোবট ও একজন মানুষকে ব্যাডমিন্টন খেলতে দেখা যাচ্ছে এবং রোবটটিকে রীতিমতো জয় উদযাপন করতেও দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে মানুষ ও রোবটের মধ্যে আসল ব্যাডমিন্টন খেলা। ভিডিওটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ফ্যাক্টলাইন নাম্বার ৯০৪৯০৫৩৭৭০-এ পেয়েছি।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি সম্পাদিত। আসল ম্যাচ ছিল দুই মানব খেলোয়াড়ের মধ্যে। ডিজিটাল সম্পাদিত টুলকে কাজে লাগিয়ে একজন মানব খেলোয়াড়কে একটি রোবট দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে।

তথ্য যাচাই

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলেই দেখা যাচ্ছে, খেলোয়াড়ের পটভূমিতে অলিম্পিক সংঘের লোগো এবং বড় বড় অক্ষরে লেখা রয়েছে ‘LONDON 2012’। এখান থেকে ধারনা হয় যে, ভিডিওটি ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকের। এছাড়া, পয়েন্ট বোর্ডে দেখা যায় ব্যাডমিন্টন এই ম্যাচটি ছিল মালয়েশিয়া ও চীনের মধ্যে।

উপরোক্ত তথ্যগুলোকে সূত্র ধরে ২০১২ লন্ডন অলিম্পিকে অনুষ্ঠিত আসল ব্যাডমিন্টন ম্যাচটির ভিডিওটি খুঁজে দেখার উদ্দেশ্যে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করি। ফলে, অলিম্পিক্স-এর অফিশিয়াল চ্যানেলে মালয়েশিয়া ও চীনের ব্যাডমিন্টন ম্যাচের পুরো ভিডিওটি পেয়ে যায় এবং এই ম্যাচের সাথে ভাইরাল ফেসবুক ভিডিওটির মিলও পেয়ে যায়।

নীচে ভাইরাল ভিডিও ও আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে ভাইরাল ভিডিওটি ডিজিটালি সম্পাদিত করে তৈরি করা হয়েছে। দুই মানব খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলার ভিডিওর এক খেলোয়াড়কে রোবট দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে।

লন্ডন ২০১২-এর পুরুষদের একক ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচটি চীনের লিন ড্যান এবং মালয়েশিয়ার লি চং ওয়েইয়ের মধ্যে খেলা হয়েছিল এবং লিন ড্যান এই ম্যাচ জয় করে মোট ছয়টি অলিম্পিক শিরোপা নিজের নাম করেছিলেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। দুই মানব খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলার ভিডিওর এক খেলোয়াড়কে রোবট দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে।

Avatar

Title:রোবট ও মানুষের মধ্যে ব্যাডমিন্টন খেলা ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: Altered