সাত দিনের জন্য স্কুল, কলেজ ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ? জানুন সত্যতা 

Misleading Social

সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার একটি ভিডিও উপস্থাপনের গ্রাফিক শেয়ার করে দাবি হচ্ছে, আগামী সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ভিডিও উপস্থাপনটির শিরোনামে লেখা রয়েছে,” সাত দিনের জন্য ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। সাত দিনের জন্য স্কুল ছুটির খবরটি পুরনো। তীব্র তাপপ্রবাহের জন্য চলতি বছরের ১৭ এপ্রিল তারিখ থেকে এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে চলতি মাসের আগামী সপ্তাহের ৬ দিন স্কুল ছুটি কেন্দ্রিক কোন প্রতিবেদনই পায় না। 

তারপর আমরা রাজ্য সরকারের স্কুলমাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে স্কুল ছুটি কেন্দ্রিক কোন নির্দেশিকা জারি করা হয়েছে কি না খুঁজে দেখি। সেখানেও এরকম কোন নির্দেশিকা খুঁজে পাওয়া যায় না। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে, পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। 

সংবাদ উপস্থাপনের গ্রাফিকটির উৎস ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ’নিউজ১৮ বাংলা’ সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে ভিডিও উপস্থাপনটি খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, আসল উপস্থাপনটি পেয়ে যায়। ১৬ এপ্রিল,২০২৩, তারিখে আপলোড করা এই ভিডিও উপস্থাপনে জানানো হয়- তীব্র গরমের জেরে সোম থেকে শুক্রবার রাজ্যে সরকারি স্কুলগুলোয় ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। দক্ষিণবঙ্গে Heat Wave এর সতর্কতা জারি। এই পরিস্থিতিতে স্কুল-কলেজগুলো সাত দিনের ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিগত মাসের মাঝামাঝি সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলছিল তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের কথা মাথায় সাত দিনের জন্য স্কুল, কলেজ ছুটির নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারমমতা ব্যানার্জি বলেছিলেন– সরকারি সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই সাত দিন বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক সময়ে সরকারের পরামর্শ মানতে চায় না। তাদেরও বলা হচ্ছে, ছেলেমেয়েদের কথা মাথায় রেখে যেন এই সাত দিন স্কুল, কলেজ বন্ধ রাখে। কারণ যা গরম পড়েছে, কিছু একটা ভালমন্দ হয়ে যেতেই পারে। হিট স্ট্রোকের আশঙ্কা তো থাকছেই।

এই ছুটির নির্দেশিকা ’Government of West Bengal Department of Higher Education University Branch’-এর ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছিল। ১৬ এপ্রিল তারিখে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে– বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকাগুলি ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত স্বায়ত্তশাসিত / রাজ্য / কেন্দ্রীয় সরকার সাহায্যপ্রাপ্ত / বেসরকারি বিশ্ববিদ্যালয় / অধিভুক্ত কলেজগুলি ১৭ এপ্রিল ২০২৩ থেকে এক সপ্তাহের জন্য বা পরবর্তী আদেশ পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। সাত দিনের জন্য স্কুল ছুটির খবরটি পুরনো। তীব্র তাপপ্রবাহের জন্য চলতি বছরের ১৭ এপ্রিল তারিখ থেকে এক সপ্তাহের জন্য রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার।   

Avatar

Title:সাত দিনের জন্য স্কুল, কলেজ ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ? জানুন সত্যতা 

Fact Check By: Nasim A 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *