সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে চালক বিহীন চলমান গাড়ির একটি ভিডিও শেয়ার করে সেটিকে চেন্নাইয়ের বলে দাবি করা হচ্ছে। সাথে দাবি করা হচ্ছে, পৃথিবীর সর্বপ্রথম চালকবিহীন ট্যাক্সি পরিষেবা শুরু হল চেন্নাইয়ে। পোস্টের ভিডিওতে এক বয়স্ক মহিলা ও এক ব্যাক্তিকে চালক বিহীন গাড়িতে বসলো এবং ভেতরে থাকা স্ক্রিনে কিছু ক্লিক করার পর গাড়িটি চালক ছাড়াই চলতে শুরু করলো। যাত্রী দুজনকে তামিল ভাষায় কোথায় বলতে শোনা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” পৃথিবীতে সর্বপ্রথম ড্রাইভারবিহীন ট‍্যাক্সি পরিষেবা শুরু হলো #চেন্নাই য়ে। গত শণিবার ২১শে অক্টোবর থেকে শুরু হয় এই পরিষেবা। Love you CHENNAI♥।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভারতে এখন অবধি চালকবিহীন ট্যাক্সি পরিষেবা শুরু হয়নি। চালকবিহীন গাড়ি চলার এই ভিডিওটি আমেরিকার।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে স্পষ্ট লক্ষ্যনিয় যে, গাড়িটির স্টিয়ারিং হুইল বাম দিকে যেখানে ভারতের গাড়ির স্টিয়ারিং হুইল ডান দিকে থাকে। এখান থেকে আপাতত দৃষ্টিতে স্পষ্ট হয় যে, ভিডিওটি ভারতের নয়।

ভিডিওর আসল উৎস খুঁজতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে হুবহু এই ভিডিওটি R Swami Nathan নামের এক ফেসবুক পেজে পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে তিনি নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে লিখেছেন- আমেরিকার ক্যালিফোর্নিয়াতে চালকবিহীন গাড়িতে কাটানো এক চমৎকার সন্ধ্যা।

ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে চালকবিহীন চলমান গাড়ির অনেক ভিডিও পাওয়া যায়। ভিডিও গুলো নীচে দেখুনঃ

উপরোক্ত তথ্য থেকে জানতে পারি যে, পোস্টের ভিডিওর গাড়িটি waymo নামক আমেরিকার কোম্পানি দ্বারা তৈরি যার মুখ্য কার্যালয় রয়েছে ক্যালিফোর্নিয়াতে। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইহা বিশ্বের প্রথম চালকবিহীন গাড়ি। এই গাড়ির পরিষেবা সান ফ্রান্সিসকো এবং ফিনিক্স শহরে উপলব্ধ রয়েছে।

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে চেন্নাইয়ে চালকবিহীন ট্যাক্সি পরিষেবা শুরু হওয়ার কোন খবর পাওয়া যায় না। এমনকি, এখন অবধি চালকবিহীন ট্যাক্সি পরিষেবা ভারতের কোথাও শুরু হয়নি।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভারতে এখন অবধি চালকবিহীন ট্যাক্সি পরিষেবা শুরু হয়নি। চালকবিহীন গাড়ি চলার এই ভিডিওটি আমেরিকার।

Avatar

Title:চেন্নাইয়ের রাস্তায় শুরু হল বিশ্বের সর্বপ্রথম চালকবিহীন ট্যাক্সি পরিষেবা ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim A

Result: False