সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জম্মু-কাশ্মীরে রোহিঙ্গাদের বস্তি ভাঙা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি জেসিবি গাড়ি ঘরবাড়ি ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে। কয়েকজন লোক হাতুড়ি দিয়ে ঘরের জানালা ভেঙে ফেলছে, এমনকি জলাশয়ের উপর থাকা মাচা থেকে তক্তা খুলে নেওয়া হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “জম্মু-কাশ্মীরে রোশনী অ্যাক্ট এর অধীনে স্থাপন করা রোহিঙ্গাদের বস্তি ভাঙা হচ্ছে... 370 ধারা অপসারণের আগে পর্যন্ত জম্মু-কাশ্মীর কে দেওয়া কেন্দ্রের বিশেষ প্যাকেজ খুব উপভোগ করেছে, তবে আর নয়. ..”।

তথ্য যাচাই করে আমরা জানতে পারি এই দাবি ভুয়ো ও ভিত্তিহীন। লেকস অ্যান্ড ওয়াটারওয়েজ ডেভ্লপমেন্ট অথোরিটি (LAWDA) দ্বারা অবৈধভাবে নির্মিত বাড়ি ভেঙে ফেলার অভিযানকে বিভ্রান্তিকর দাবির সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক

রোহিঙ্গা কারা?

রোহিঙ্গা আদিবাসী জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি উলেখযোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। যাদের বেশির ভাগেরই ধর্ম ইসলাম। মায়ানমারের রাখাইন রাজ্যে বাস করলেও দেশটিতে তাদের কোনো নাগরিকত্ব নেই। সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক বাহিনীর হাতে নির্যাতিত এবং পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার ঘটনায় বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত বিষয় রোহিঙ্গা সংকট।

তথ্য যাচাই

ভাইরাল ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ভিডিও স্ক্রিনের উপর ‘জম্মু লিঙ্কস নিউজ’ নামে একটি লোগো রয়েছে। নামটি দিয়ে গুগলে কিওয়ার্ড সার্চ করে জানতে পারি এটি একটি জম্মু কাশ্মীরের সংবাদ মাধ্যম। ‘জম্মু লিঙ্কস নিউজ-এর ইউটিউবে চ্যানেলে ৫ জুন, ২০২১, এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ভিডিওটির শীর্ষকে লেখা রয়েছে “অবৈধ ভাবে দখল করা ঘরবাড়ি ভেঙে ফেলল এলএডবলুডিএ ((LAWDA)।

‘জম্মু লিঙ্কস নিউজ’ এর ফেসবুক পেজেও ৫ জুন ২০২১ সালে ভাইরাল ভিডিওটি আপলোড করা হয়েছে।

ফেসবুক পোষ্ট আর্কাইভ

ফ্যাক্ট ক্রিসেন্ডো ‘জম্মু লিঙ্কস নিউজ’ সংবাদ মাধ্যমের সম্পাদক গৌরব শর্মা’র সাথে কথা বলে।তিনি জানান, “ওই এলাকাই কোনও রোহিঙ্গা বসবাস করে না।” ঘর বাড়ি ধ্বংসের এই অভিযানটি যে বেআইনি নয় তার প্রমান হিসেবে তিনি আমাদের সাথে লেকস অ্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট দ্বারা জারি করা নোটিশটি শেয়ার করেন।

নোটিশে স্পষ্টভাবে লেখা রয়েছে, “লেকস অ্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট বিভাগের একটি দল গত সপ্তাহে লস্করী মহল্লা, দোজি মহল্লা, বুরঝামা, ওয়াঙ্গাট তেইবাল এবং নিশাত এলাকায় অবৈধ ভাবে নির্মিত ঘর বাড়ি ভেঙে ফেলার অভিযান চালিয়েছে।”

তাছাড়াও সংবাদ মাধ্যম ‘প্রেস ট্রাস্ট অফ কাশ্মীর’-এর ২০২১ভ সালের ৫ জুন তারিখের একটি প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাই। এই প্রতিবেদনেও একই কথা বলা রয়েছে। অর্থাৎ, এর থেকে স্পষ্ট ভাবে বলা যেতে পারে এই ঘটনার রোহিঙ্গা সম্প্রদায়ের কোনও যোগ নেই।

প্রেস ট্রাস্ট অফ কাশ্মীর প্রতিবেদন আর্কাইভ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। লেকস এবং ওয়াটারওয়েজ ডেভ্লপমেন্ট অথোরিটি (LAWDA ) বিভাগে অবৈধভাবে নির্মিত বাড়ি ধ্বংস করার অভিযানকে বিভ্রান্তিকর দাবির সাথে যুক্ত করে ভুয়ো পোষ্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:না, ভাইরাল ভিডিওতে রোহিঙ্গাদের বস্তি ভেঙে ফেলা হচ্ছে না

Fact Check By: Nasim A

Result: False