মোবাইল এয়ার ফোনে নেট সক্রিয় হওয়ার কারণে ট্রেনের হাই টেনশন তারে ট্রেন টিকিট পরীক্ষকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিও ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

False Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মোবাইল এয়ার ফোনে নেট সক্রিয় হওয়ার কারণে ট্রেনের হাই টেনশন তারে এক ব্যাক্তির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিও। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যাক্তি ট্রেন স্টেশনে টিকিট পরীক্ষকের বেশে দাড়িয়ে গল্প করছেন। হঠাৎ একটি সরু তার প্রথম ব্যাক্তির মাথায় পড়ায় রেল লাইনে ছিটকে পড়ে গেলেন তিনি এবং দ্বিতীয় ব্যাক্তি হতভম্ভ হয়ে দৌড়ে পালিয়ে যান।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “- মোবাইল এয়ার ফোনে নেট সক্রিয় হওয়ার কারণে – ট্রেনের হাই টেনশন তার থেকে কারেন্ট বেরিয়েছিল 2- কানের মাধ্যমে মনের কাছে পৌঁছেছে ৩- আর এরপর কি হল? আপনি নিজেই তা দেখেন। 4- এবং সর্বদা রেলপথে ভ্রমণ করার সময় …।“    

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মাথার উপর থাকা বৈদ্যুতিক কারেন্টের তার ছিঁড়ে পড়ায় ট্রেন টিকিট পরীক্ষকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।  

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক বিভিন্ন প্রতিবেদন পেয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, ট্রেন স্টেশনে ব্যাক্তির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিওটি খড়গপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের। ভিডিওতে দেখতে পাওয়া দুই ব্যাক্তিই ট্রেন টিকিট পরীক্ষক ( টিটিই )। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যাক্তির নাম সুজন কুমার সিংহ। তড়িতাহত সুজন কুমার সিংকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় রেল হাসপাতালে। তিনি এখন বিপদমুক্ত।  ’দুটি তার কোন‌ওভাবে পরস্পরের সংস্পর্শে এসে যাওয়ায় একটি তার ছিঁড়ে পড়ে। আর তাতেই আহত হয়েছেন ওই টিটিই।“, জানিয়েছেন খড়্গপুরের সিনিয়ার ডিসিএম রাজেশ কুমার।

প্রতিবেদন আর্কাইভ 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, “ঘটনার কেন্দ্রে একটি ওভারহেডের তার রয়েছে বলে জানা গিয়েছে। মূলত ওভারহেডের তারগুলিতে ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ থাকে। মনে করা হচ্ছে, সেই তারে কাক বসার পর কোনও কারণে তারের একাংশ ছিঁড়ে যায়। কাক বসার জেরেই তারটি ছেঁড়ে বলে ধারণা করা হচ্ছে। তখনই ওই অংশের তার গিয়ে পড়ে টিকিট পরীক্ষকের ওপর। মুহূর্তে তিনি তড়িদাহত হন। মুহূর্তে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়।“ 

প্রতিবেদন আর্কাইভ 

এই ভিডিও কেন্দ্রিক উপস্থাপনেও বলা হয়েছে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ফলেই টিটিই বিদ্যুৎস্পৃষ্ট হয়। দেখুন নিচেঃ 

আরও দেখুন এখানে 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। মাথার উপর থাকা বৈদ্যুতিক কারেন্টের তার ছিঁড়ে পড়ায় ট্রেন টিকিট পরীক্ষকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:মোবাইল এয়ার ফোনে নেট সক্রিয় হওয়ার কারণে ট্রেনের হাই টেনশন তারে ট্রেন টিকিট পরীক্ষকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিও ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *