সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, চাকরিপ্রার্থীদের উপর উত্তরপ্রদেশ পুলিশের লাঠিচার্জের ভিডিও। ভিডিওতে কয়েকজন পুলিশকর্মীকে জনতার একটি ভিড়কে মারধর করতে দেখা যাচ্ছে এবং এই ঘটনাকে ক্যামেরাবন্দি করছে একজন চিত্রগ্রাহক।

ভিডিওর উপরে লেখা হয়েছে,”বাংলার মিডিয়া কোথায় গেলে আসুন আমরা আপনাকে রামরাজ্য ইউপিতে স্বাগত জানাই। চাকরির পরীক্ষার্থীদের উপর অমানবিক লাঠিচার্জ যোগী সরকারের পুলিশের।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল দাবিটি ঠিক নয়। অপ্রাসঙ্গিক ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হয়েছে।

উত্তর প্রদেশ সরকারের পুলিশ নিযুক্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াই ছাত্রদের অর্ধাংশেরও বেশি নারাজ ও অনেকে বিক্ষোভ প্রদর্শনে নেমেছে। বিক্ষোভ প্রদর্শনের চাপে সেই পরীক্ষাকে অবৈধ ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল ভিডিওর ঘটনাকে মুখ্যধারার বেশকিছু প্রতিবেদন পাওয়া যায়। ‘ডেকান হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার ও টাইগার শ্রফের আগামী চলচিত্র ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র প্রমোশন করতে উত্তরপ্রদেশ লক্ষ্ণৌ গিয়েছিলেন। সেখানে স্টেজে প্রদর্শন করার সময় ভক্তদের মাঝ থেকে জুতো, চপ্পল তারকাদের লক্ষ করে ছোড়া হয়। ফলে, ভক্তদের মাঝেই ঝামেলার পরিবেশ তৈরি হয় এবং সেই ঝামেলা একটু সময়ের মাঝেই ঝড়িয়ে পড়ে। পছন্দের তারকাকে দেখতে আসা ভক্তদের নিয়ন্ত্রনে আনতে পুলিশ কর্মীরা লাঠি চার্জ করে।

প্রতিবেদন আর্কাইভ

এনডিটিভির ভিডিও উপস্থাপনেও ভিডিওটিকে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সিনেমা প্রমোশনের সময় উত্তেজিত জনতার ভিড়কে কাবু করতে পুলিশের লাঠিচার্জের বলে জানানো হয়।

আরও দেখুনঃ

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত্র হয় যে, ভিডিওতে প্রদর্শিত পুয়লিসের লাঠিচার্জ কোন চাকরিপ্রার্থীদের উপর নয়। অপ্রাসঙ্গিক ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে ফেসবুক পোস্টের দাবিটি ঠিক নয়। উত্তপ্রদেশের লক্ষ্ণৌতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ নিজেদের ছবি ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রমোশনের ইভেন্টের সময় উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশের লাঠিচার্জের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:লক্ষ্ণৌতে ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ চলচিত্র প্রমোশনের সময় উত্তেজিত জনতার ভিড়কে নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Written By: Nasim A

Result: False