৫ অক্টোবর তারিখ থেকে শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ১২ তারিখে হয়েছে ভারত বনাম পাকিস্তানের খেলা যা ৭ উইকেটে ভারত জয়লাভ করে। ভারত বনাম পাকিস্তানের এই খেলাকে কেন্দ্র করে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তান দল হেরে যাওয়াই এক পাকিস্তান ভক্ত টিভি ভেঙ্গে ফেলছেন। ভিডিওতে সবুজ রঙের জার্সি পরিহিত এক ব্যাক্তিকে টিভির স্ক্রিনে ঘুষি মারতে এবং পরক্ষনেই চাকু দিয়ে টিভি নষ্ট করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” এই বিশ্বকাপে আজ যখন টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল তখন একজন পাকিস্তানি ভক্ত তার টিভি ভেঙে ফেলেন।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি ক্রিকেট বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওটির সত্যতা যাচাই প্রক্রিয়া ভিডিওর কি ফ্রেমগুলোকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’-এর ১ ডিসেম্বর,২০২২, তারিখের প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর ব্যাক্তি মেক্সিকো ফুটবল দলের ভক্ত। ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো দল গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গিয়েছিল। ফলে, নারাজ মেক্সিকান ভক্ত তার টিভি ভেঙ্গে ফেলেছিল।

প্রতিবেদন আর্কাইভ

ডেইলি মেল’ সহ ‘দি সান’ ও অন্যান্য সংবাদ প্রতিবেদনেও ঘটনাটিকে মেক্সিকান ফুটবল দলের ভক্ত দ্বারা টিভি ভেঙ্গে ফেলার বলে জানানো হয়েছে।

ভাইরাল এই ভিডিওকে ঘিরে ভিডিও উপস্থাপনেও একই কথা জানানো হয়। ২০২২ বিশ্বকাপে মেক্সিকো দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। খবর অনুযায়ী, ১৯৭৮ বিশ্বকাপের পর এটিই ছিল মেক্সিকোর সবচেয়ে খারাপ পারফরম্যান্স। দেখুন নিচেঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওটি ভারত পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রেক্ষাপটে মেক্সিকান ফুটবল ভক্তের টিভি ভাঙার ভিডিও শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False