
১২ নভেম্বর তারিখে ভেঙ্গে পড়েছিল উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোটে নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ। ফলে, ৪১ জন শ্রমিক আটকে পড়ে সুড়ঙ্গের ভেতরেই যা নিয়ে উৎকণ্ঠা, সহানুভুতি তৈরি হয় মানুষের মনে। তাদের উদ্ধারকার্যের প্রক্রিয়া শুরু হয় জোর কদমে। উদ্ধারকার্যের নাম দেওয়া হয় ‘ অপারেশন জিন্দেগি’। শেষমেষ দীর্ঘ ১৭ দিনের নিরলস প্রয়াসে ২৮ নভেম্বর তারিখে ৪১ জনকেই উদ্ধার করা হয়। এই প্রসঙ্গে টানেল থেকে বের হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াই বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের বাইরে বেরিয়ে আসার ভিডিও। ১ মিনিট ৪৯ সেকেন্ডের এই ভিডিওতে একটি সুড়ঙ্গ থেকে কিছু লোককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ❤️🔥অবশেষে উত্তর কাশীতে সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক ১৭ দিন পর তথা ৪০০ ঘন্টা পর অন্ধকূপ থেকে মুক্তির আলোয় নিরাপদেই ফিরলেন।। উনাদের সুস্থতা কামনা করছি।।যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় শ্রমিকরা বাঁচার স্বাদ পেলেন সেইসকল যোদ্ধাদের জানাই কুর্নিশ।।♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। NDRF কর্তৃক মক ড্রিলের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর স্ক্রিনশটগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল ভিডিওকে ঘিরে সংবাদমাধ্যম ‘এবিপি লাইভ’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ২৪ নভেম্বর,২০২৩, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কীভাবে সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে তা খতিয়ে দেখতে এনডিআরএফ দল একটি মক ড্রিল করেছে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ভিডিও উপস্থাপনে বলা হয় যে, উত্তরকাশীর সিল্কিয়ারা সুরুঙ্গে আটকে থাকা শ্রমিকদের কীভাবে বাইরে বের করা হবে তা প্রদর্শিত করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। এই মক ড্রিলে পাইপলাইনের মাধ্যমে চাকাযুক্ত স্ট্রেচার ব্যবহার করা হয়েছে।
অন্যান্য সংবাদ উপস্থাপন, প্রতিবেদনেও ভাইরাল এই ভিডিওকে NDRF কর্তৃক মক ড্রিলের ভিডিও বলে জানানো হয়েছে।
আরও দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি এনডিআরএফ-এর একটি মক ড্রিলের যেখানে দেখানো হয়েছে যে, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কীভাবে উদ্ধার করা হবে।

Title:NDRF কর্তৃক মক ড্রিলের ভিডিও উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের বাইরে বেরিয়ে আসার দাবিতে শেয়ার
Written By: Nasim AkhtarResult: False