না, ভারতকে হিন্দু রাষ্ট্র করা নিয়ে মহারাজ অনিরুদ্ধাচার্যের বানী শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ 

Altered False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ সহ উচ্চ পদস্থ আরও কয়েকজন ব্যাক্তি মিলে ভারতকে হিন্দু রাষ্ট্র করা নিয়ে ধর্মীয় গুরু মহারাজ শ্রী অনিরুদ্ধাচার্যের বানী শুনছেন। ভিডিওতে মহারাজকে হিন্দু ধর্ম অনুযায়ী পোশাক পরিধান করা সহ ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য কিছু কথা বলতে শোনা যাচ্ছে। ৮ মিনিট ১৯ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে কোন এক বদ্ধ ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং সৈন্যের পোশাক পরিহিত এক ব্যাক্তি সহ আরও কয়েকজন ব্যাক্তিকে চেয়ারে বসে থাকতে এবং একটি নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে এবং যে দিকে তাকিয়ে রয়েছে সেখানে একটি টিভি স্ক্রিনে মহারাজ অনিরুদ্ধাচার্যের একটি ভিডিও চলমান অবস্থায় দেখা ও শোনা যাচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” জয় বাবা কেশ্বর ধাম, দেখুন আরেক সনাতন ধর্ম রক্ষক ময়দানে নেমেছেন ভারতকে হিন্দু জাতি হিসেবে ঘোষণা করতে।জয় জয় শ্রী রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি সম্পাদিত। ওড়িশা ট্রেন দুর্ঘটনাকে ঘিরে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিডিওকে সম্পাদিত করে ভাইরাল এই ভিডিওটি তৈরি করা হয়েছ। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

ভিডিওটির সত্যতা যাচাই প্রক্রিয়া ভিডিওর কি ফ্রেমগুলোকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, আসল ভিডিওটি খুঁজে পেয়ে যায়। ‘PMO India’-এর ইউটিউব চ্যানেলে ৩ জুন তারিখে আপলোড করা ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,” বালাসোর ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী মোদী একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন।“ সংবাদ উপস্থাপকের মুখে শোনা যাচ্ছে ওড়িশা ট্রেন দুর্ঘটনার যাবতীয় তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। টিভি স্ক্রিনে ট্রেন লাইনের চিত্র দেখা যাচ্ছে এবং সেগুলোকে চিহ্নিত করে বর্ণনা করছেন এক মহিলা। যা থেকে কার্যত স্পষ্ট হয়ে যায় যে, প্রধানমন্ত্রীর সামনে থাকা টিভি স্ক্রিনে ভারতকে হিন্দু রাষ্ট্র করা নিয়ে মহারাজ অনিরুদ্ধাচার্যের ভিডিও নয়, ওড়িশা ট্রেন দুর্ঘটনার পর্যালোচনা করা হচ্ছিলো।   

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

চলতি বছরের ২ জুন তারিখে ওড়িশার বাহানাগা ট্রেন স্টেশনের কাছে করোমন্ডেল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। একটি পন্যবাহি ট্রেনও এই দুর্ঘটনায় জড়িয়ে পড়েছিল। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৮০ জন মারা যান এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। 

অন্যান্য প্রতিবেদন ( টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইমস, ফার্স্টপোস্ট, দি প্রিন্ট)  থেকেও একই তথ্য পাওয়া যায়।   

ভারতকে হিন্দু রাষ্ট্র করা নিয়ে স্টেজ থেকে সম্বোধনকারীর নাম হল মহারাজ অনিরুদ্ধাচার্য। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে ক্লিক করুন এখানে। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি সম্পাদিত। ওড়িশা ট্রেন দুর্ঘটনার পর্যালোচনা বৈঠকের ভিডিওতে ভারতকে হিন্দু রাষ্ট্র করা নিয়ে মহারাজ অনিরুদ্ধাচার্যের ভিডিওটি জুড়ে দেওয়া হয়েছে।

Avatar

Title:না, ভারতকে হিন্দু রাষ্ট্র করা নিয়ে মহারাজ অনিরুদ্ধাচার্যের বানী শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ

Written By: Nasim A 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *