
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গুজরাটের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন চেয়ার খালি পড়ে রয়েছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে জনসমাবেশের প্যান্ডেলে অনেকগুলো চেয়ার খালি পড়ে রয়েছে এবং ডিজিটাল স্ক্রিনে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ভিডিও এবং তার ভাষণ স্পষ্ট শ্রবণীয়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “গুজরাটে ভারতের প্রধানমন্ত্রীর বিশাল নির্বাচনী সমাবেশ।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি প্রধানমন্ত্রীর বৈঠক চলাকালীন সময়ের নয়।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসে সম্পন্ন হবে গুজরাট বিধানসভা নির্বাচন। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল শুরু করে প্রচার অভিযান। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের গুজরাট সফরে গেছিলেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে প্রথমে আমরা এই জনসভার দীর্ঘ ভিডিও পেতে ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করণটি পেয়ে যায়। ৯ অক্টোবর তারিখে আপলোড করা এই ভিডিও বিবরণ অনুযায়ী ভিডিওটি গুজরাটের মেহসানায় অবস্থিত মোটেরা গ্রামে প্রধানমন্ত্রীর জনসভার ভিডিও।
ভাইরাল ভিডিওর ডিজিটাল স্ক্রিনে দেখতে পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোশাকে রয়েছে সেই পোশাকেই রয়েছে দীর্ঘ সংস্করণ ভিডিওটিতেও। এখান থেকে স্পষ্ট হয়ে যায় ভাইরাল ভিডিওটি এই জনসভারই অংশ। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

৩৫;৫৫ মিনিটের দীর্ঘ সংস্করনের এই ভিডিওতে ৩৩;১৩ মিনিট থেকে ৩৪;২৩ মিনিট অবধি যে কথা গুলো শোনা যাচ্ছে সেগুলোই ভাইরাল ভিডিওতেও শোনা যাচ্ছে। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে স্টেজে কোন লোকজন নেই কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন স্টেজে বিজেপির অনেকগুলো নেতা বসে স্টেজ সহ সামনের প্যান্ডেলে লোক ভর্তি অবস্থায় দেখা যাচ্ছে। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়, প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন প্যান্ডেল লোকে পরিপূর্ণ হয়েছিল।
তারপর ফ্যাক্ট ক্রিসেণ্ডো মেহসানা জেলার পি,আর,ও আফসাল মন্দোরির সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর বৈঠকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এত লোক এসেছিল যে আমাদের আরও চেয়ারের ব্যবস্থা করতে হয়েছিল। প্যান্ডেলের বাইরেও অনেকে দাঁড়িয়ে ছিলেন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় চেয়ার খালি থাকার দাবি মিথ্যা। ভাইরাল ভিডিওটি জনসভা শেষ হওয়ার পরের হতে পারে।“
তিনি সেই সভার কিছু ছবি আমাদের পাঠিয়েছেন। সেগুলো নীচে দেখুনঃ


গুজরাট বিজেপির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও ভাইরাল এই ভিডিওর প্রতিউত্তরে জনসভায় লোক পরিপূর্ণ থাকার একটি ভিডিওটি টুইট করেছে। এই ভিডিওতেও স্পষ্ট লক্ষ্যনীয় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন জনসমাবেশ লোকে ভর্তি হয়ে আছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ভাইরাল ভিডিওটি প্রধানমন্ত্রীর বৈঠক চলাকালীন সময়ের নয়।

Title:গুজরাটের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন চেয়ার খালি পড়ে রয়েছে ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AResult: False