
মোদি সরকারের নতুন কৃষি বিল নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি করলেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবিতে দেখা যাচ্ছে একটি জলজ জমির মধ্যে ধানেগাছের আঁটি দিয়ে লেখা রয়েছে ‘BJP মোদি’ এবং সঙ্গে দুজন কৃষককে দেখা যাচ্ছে। তার টুইটে দিলীপ ঘোষ লেখেন,
“দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার পুন্টোর গ্রামের ছবি। বাংলার কৃষকরা মাননীয় নরেন্দ্র মোদিকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছেন।“

তথ্য যাচাই
গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ইংরেজি সংবাদমাধ্যম ‘আউটলুক-এর একটি প্রতিবেদনে (আর্কাইভ) এই ছবিটি দেখতে পাই। ২০২০ সালের ১২ জুলাইয়ের এই প্রতিবেদন থেকে জানতে পারি, এটি বিহারের কাইমুর জেলার ছবি। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে,
“বিহারের বিধানসভা নির্বাচনের আগে কাইমুর জেলার কৃষকরা ধানের গাছ দিয়ে ‘BJP মোদি’ লিখেছেন।“

অন্যদিকে, সংবাদমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’-এর ফটো গ্যালারিতেও (আর্কাইভ) এই ছবিটি দেখতে পাই। এখানকার ক্যাপশনেও লেখা রয়েছে এটি বিহারের কাইমুর জেলার ছবি। সঙ্গে ছবিটি তোলার তারিখ – ১২ জুলাই, ২০২০-উল্লেখ করা রয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। বিহারের কাইমুর জেলার ছবিকে দক্ষিন দিনাজপুরের ছবি বলে ভুয়ো দাবি করা হচ্ছে।

Title:বিহারের ছবিকে দক্ষিন দিনাজপুরের ছবি বলে ভুয়ো দাবি করলেন দিলীপ ঘোষ
Fact Check By: Rahul AResult: False