সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের আহ্বান করছেন ত্বহা সিদ্দিকী। ৪৩ সেকেন্ডের এই পোস্টের ভিডিওতে পিরজাদা ত্বহা সিদ্দিকিকে এক মঞ্চ থেকে বিশাল জনগণের একটি ভিড়কে সম্বোধন করে মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাতে শোনা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছ, “হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের প্রস্তুতি নেওয়ার ডাক দিচ্ছে ত্বহা সিদ্দিকী।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। শিক্ষামূলক প্রসঙ্গে দেওয়া ত্বহা সিদ্দিকীর ভাষণের ভিডিওকে সম্পাদিত করে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই প্রক্রিয়া আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে করি। ফলে, তমাল সাহা নামের এক সাংবাদিকের টুইটার প্রোফাইলে ভাইরাল ভিডিও কেন্দ্রিক তথ্য পাওয়া যায়। তার সেই টুইটে পোস্ট করা ভিডিওটিতেও পিরজাদা ত্বহা সিদ্দিকীকে ভাষণ দিতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি ২ মিনিট ১১ সেকেন্ডের। এখানে তাকে মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করার কথা বলতে শোনা গেলেও সেটা শিক্ষামূলক প্রতিযোগিতার প্রসঙ্গে বলেছেন বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।

এই টুইটের ক্যাপশনে লেখা হয়েছে, “২৭শে জানুয়ারী ফুরফুরা শরীফ পীরজাদা বলেছিলেন – জেগে ওঠো মুসলিমরা, বাবা-মা তাদের সন্তানদের যুদ্ধ করতে শেখান। প্রস্তুত হও, মুসলিম শিশুদের হিন্দু ও খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তবে সে যুদ্ধ তরবারি, অস্ত্র বা লাঠি দিয়ে নয়, শিক্ষা নিয়ে হওয়া উচিত।“

এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই পিরজাদার সম্পূর্ণ ভাষণের ভিডিওটি খুঁজে পেয়ে যায়। ১৫ মিনিট ৪১ সেকেন্ডের পর থেকে ৪৩ সেকেন্ডের অংশটুকু ভাইরাল ভিডিওর অংশ। সম্পূর্ণ ভাষণে তিনি বলছেন ,”ওহে মুসলমান, জাগো! তোমার ছেলে-মেয়েদের যুদ্ধ করতে শেখাও। বাংলায় হিন্দু ও মুসলিম ছেলে-মেয়েরা শিক্ষা নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এবং এগিয়ে যাবে। একদিন বাংলার হিন্দু-মুসলিম ছেলে-মেয়েরা এত উন্নতি করবে যে, তারা একসঙ্গে শিক্ষা নিয়ে অন্য রাজ্যের বিরুদ্ধে লড়াই করবে।“

নীচে ভাইরাল ফেসবুক ভিডিও এবং আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। শিক্ষামূলক প্রসঙ্গে দেওয়া ত্বহা সিদ্দিকীর ভাষণের ভিডিওকে সম্পাদিত করে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের আহ্বান করছেন ত্বহা সিদ্দিকী ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False