দিল্লী গেটের সামনে আন্দোলনরত কৃষকদের ভাইরাল ছবিটি AI নির্মিত 

False Social

২০২২ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর এখন নতুনভাবে কৃষকদের আন্দোলন ডাকার খবর বেশ চর্চায়। এই চর্চাকে কেন্দ্র করেই দিল্লী গেটের সামনে কৃষকদের ধর্নার একটি ছবি বেশ হচ্ছে ফেসবুকে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” কৃষক যেমন চাষ করতে জানে ঠিক তেমনই সেই ফসল ওপরাতেও জানে। ✊️✊️✊️✊️।“ ছবিটিতে দেখা যাচ্ছে দিল্লী গেটের সামনে অনেকগুলো ট্রাক্টর দাঁড় করানো রয়েছে এবং ক্ষেতের সামগ্রী নিয়েই রাস্তাই বসে আছে অনেকগুলো পুরুষ ও মহিলারা। ভিড়ের মাঝে জাতীয় পতাকাও লক্ষ্যনিয়। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো পেয়েছে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা। কৃষক আন্দোলন এখনও দিল্লী পৌঁছায়নি। 

তথ্য যাচাইঃ 

ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, বিশ্বাসযোগ্য কোন প্রতিবেদনেই ভাইরাল এই ছবির উল্লেখ পাওয়া যায় না। তবে একটি এক্স ( টুইটার ) প্রোফাইলে ছবিটি পাওয়া যায় যেখানে ছবিটিকে AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত বলে জানানো হয়েছে। 

তারপর, আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। তবুও কোন সংবাদ প্রতিবেদনে ভাইরাল ছবির এমনকি কৃষকরা যে দিল্লী গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে তারও কোন তথ্য পাওয়া যায়না। কৃষক আন্দোলন যদি দিল্লী পৌঁছাত এবং তারা দিল্লী গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করতো তাহলে তা সংবাদমাধ্যম গুলোর শিরোনামে জায়গা পেত। কিন্তু সংবাদ মাধ্যম গুলোতে এই খবরের অনুপস্থিতি থেকে ধারনা হয় যে ছবিটি এবং দিল্লী গেটের সামনে কৃষকদের বিক্ষোভ প্রদর্শনের দাবিটি বিভ্রান্তিকর।  

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের নয়ডা ও গ্রেটার নয়ডার কৃষক গোষ্ঠীরা ৭ ফেব্রুয়ারি তারিখে ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এর ডাক এবং ৮ তারিখে দিল্লী যাত্রার ডাক দিয়েছে। তারা ২০২৩ সালের ডিসেম্বর থেকে স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা অধিগ্রহণকৃত জমির বিরুদ্ধে ক্ষতিপূরণ বৃদ্ধি এবং প্লট তৈরির দাবিতে বিক্ষোভ করছে। কৃষকদের এই ডাকের পর গৌতমবুদ্ধ নগর পুলিশ ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে ১৪৪ জারি করার নির্দেশ জারি করেছে।  অপরপক্ষে, কৃষি খাতের সাথে সম্পর্কিত অমীমাংসিত দাবিগুলিকে কেন্দ্র করে সম্মিলিত কিষাণ মোর্চা (SKM) ১৩ ফেব্রুয়ারি তারিখে ‘দিল্লী চলো’র ডাক এবং ১৬ তারিখে ‘গ্রামীণ ভারত বন্ধ’-এর ডাক দিয়েছে। দিল্লী চলো প্রতিবাদ আহ্বানে ভারতের ২০০ টিরও বেশি ইউনিয়ন যার মধ্যে SKM-এর প্রায় ১৫০টি ইউনিয়ন এবং কিষাণ মজদুর সংগ্রাম কমিটির (KMSC) অন্তর্ভুক্ত  প্রায় ৭৬টি ইউনিয়ন সামিল হবে। 

AI নির্মিত কন্টেন্ট ডিটেকশন অ্যাপ্লিকেশান ‘হাইভ’ সহ ‘isitai.com’ নিশ্চিত করে যে ভাইরাল এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা। 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ছবিটি AI নির্মিত এবং দিল্লী গেটের সামনে কৃষকদের আন্দোলন করার দাবিটি মিথ্যা। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা এবং দিল্লী গেটের সামনে কৃষকদের আন্দোলন করার দাবিটি মিথ্যা। 

Avatar

Title:দিল্লী গেটের সামনে আন্দোলনরত কৃষকদের ভাইরাল ছবিটি AI নির্মিত

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *