শুভেন্দু অধিকারী-নওশাদ সিদ্দিকীর ভাইরাল এই ছবিটি সম্পাদিত 

Altered Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ছবি শেয়ার করে সেটিকে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রাককালের ছবি বলে দাবি করা হচ্ছে। ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দ্যেশে বলছেন যে ছবিটি এডিটেড নয়। ছবিতে নওশাদ সিদ্দিকী ও শুভেন্দু অধিকারীকে এক বদ্ধ ঘরে পাশাপাশি দাড়িয়ে সেলফি তোলার ভঙ্গিতে দেখা যাচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ISF বন্ধুরা এটা যেন এডিট বলে চালিয়ে দিও না, এই ছবিটি ২০২১সালে বিধানসভা নির্বাচনের প্রাককালে নওশাদ-শুভেন্দু কে কথা দিয়েছিল ১০% মুসলিম ভোট কাটবো আমরা, তার বিনিময়ে কি দেবেন চুক্তিনামা হয়েছিল সেটা সবার জানা আছে, কিন্তু সেই স্বপ্ন বিফলে গিয়েছে এখন দুই ভাই কোথায় থাকবে ঠিক করুক, মনিপুরে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে কোন কথা বলতে দেখতে পাচ্ছি না আদিবাসী দরদি নওশাদ বাবা কে,।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভাইরাল এই ছবিটি সম্পাদিত। আসল ছবিতে শুভেন্দু অধিকারীর পাশে সাগরদিঘির তৃনমূল বিধায়ক বায়রন বিশ্বাস দাড়িয়ে রয়েছে এবং সেই ছবিকে সম্পাদিত করে নওশাদ সিদ্দিকীর ছবিটি যুক্ত করা হয়েছে।  

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ভাইরাল ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, আনন্দবাজার পত্রিকা অনলাইনের ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায় যেখানে শুভেন্দু অধিকারীর পাশে বায়রন বিশ্বাসকে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনকে ঘিরে এক নির্বাচন সভা থেকে অভিষেক ব্যানার্জি এই ছবিকে ফ্লেক্সে প্রদর্শন করে বিরোধীদের আক্রমন করেছিলেন। 

আরও অনুসন্ধানের আমরা পাই যে ছবিটি খোদ বায়রন বিশ্বাস ২০১৮ সালের ৫ নভেম্বর তারিখে প্রথম শেয়ার করেছিলেন তার টুইটার হ্যান্ডেলে এবং লিখেছিলেন,” পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।“ প্রসঙ্গত, বলে রাখা ভালো ২০১৮ সালে শুভেন্দু অধিকারী তৃনমূল কংগ্রেসেই ছিলেন এবং তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। 

নীচে আসল ছবি ও ভাইরাল এই ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ভাইরাল ছবিটি এডিটেড। আসল ছবিতে শুভেন্দু অধিকারীর পাশে দাড়িয়ে থাকা বায়রন বিশ্বাসের ছবিটিকে মুছে ফেলে তার জায়গায় নওশাদ সিদ্দিকির ছবি লাগানো হয়েছে।  

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল ছবিটি এডিটেড। আসল ছবিতে শুভেন্দু অধিকারীর পাশে দাড়িয়ে থাকা বায়রন বিশ্বাসের ছবিটিকে মুছে ফেলে তার জায়গায় নওশাদ সিদ্দিকির ছবি লাগানো হয়েছে। 

Avatar

Title:শুভেন্দু অধিকারী-নওশাদ সিদ্দিকীর ভাইরাল এই ছবিটি সম্পাদিত

Written By: Nasim A 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *