সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পূর্ব রেল কর্তৃপক্ষ দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তি শেয়ার করে দাবি করা হচ্ছে, আসানসোল-পুরী রুটে শুরু হচ্ছে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরী যাওয়ার সময় আসানসোল থেকে ট্রেনটি ছাড়া হবে সকাল ৬;১৫ মিনিটে এবং পুরী পৌঁছাবে দুপুর ২টার সময়। আসানসোল আসার সময় পুরী থেকে ছাড়া হবে ২;৪০ মিনিটে এবং আসানসোল পৌঁছাবে রাত ১০:৫ মিনিটে। আসানসোল-পুরীর এই রুটে আন্দ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, বালাসোর, কটক, ভুবেনেস্বর স্টেশনে স্টপেজ রয়েছে। ট্রেনটি দীর্ঘ ৬০১ কিমি রাস্তা অতিক্রম করতে সময় নেবে ৭ ঘণ্টা ৪৫ মিনিট। বিজ্ঞপ্তিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” বাঁকুড়া দিয়ে যাবে নতুন বন্দে ভারত। আসানসোল পুরী বন্দে ভারত। সম্ভাব্য সময়সূচি।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। আসানসোল-পুরী রুটে বন্দেভারত ট্রেন চালু হওয়ার নামে ভাইরাল এই বিজ্ঞপ্তিটি ভুয়ো।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

বর্তমানে সারা দেশ জুড়ে চলমান বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সংখ্যা ৩৪ যার মধ্যে পশ্চিমবঙ্গে চলছে ৪টি। পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন রুটে চলবে মোট ৯টি বন্দেভারত এক্সপ্রেস। যখন যখন নতুন বন্দেভারত ট্রেনের উদ্বোধন বা নির্দিষ্ট রুটে বন্দেভারত ট্রেন চলার ঘোষণা হয়েছে তখন সেই খবর মুখ্যধারার গণমাধ্যমের পাতায়, সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জনসম্মুখে উঠে এসেছে। আসানসোল-পুরী রুটে বন্দেভারত ট্রেনের ঘোষণা হয়ে থাকলে নিশ্চয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে প্রকাশ পেত কিন্তু বিশ্বাসযোগ্য প্রতিবেদনে এই খবরের অনুপস্থিতি এবং বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের সিল এবং সাক্ষরের অনুপস্থিতি পোস্টের ভাইরাল বিজ্ঞপ্তিকে নিয়ে মনে সংশয় জাগায়।

আমরা পূর্ব ভারতের রেল পরিষেবার অফিসিয়াল ওয়েবসাইটেও খুঁজে দেখি আসলেই কি আসানসোল-পুরী রুটে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন ছুটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরকম কোন সংবাদ বিজ্ঞপ্তি বা তথ্য পাওয়া যায় না।

আরও খুঁজাখুঁজির পর ইস্টার্ন রেল-এর অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক পোস্টের ভাইরাল বিজ্ঞপ্তিকে ঘিরে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে বিজ্ঞপ্তিটিকে ভুয়ো বলে জানানো হয়েছে।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, বিজ্ঞপ্তিটি ভুয়ো। আসানসোল-পুরী রুটে বন্দেভারত এক্সপ্রেস ট্রেন শুরু হওয়া নিয়ে কোন তথ্য জানায়নি রেল কর্তৃপক্ষ।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে বিজ্ঞপ্তিটি ভুয়ো। এখনও পর্যন্ত রেলের তরফ থেকে এইরকম কোনও ট্রেন ঘোষণা করা হয়নি।

Avatar

Title:আসানসোল-পুরী রুটে বন্দেভারত ট্রেন চালু হওয়া নিয়ে ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়ো

Written By: Nasim Akhtar

Result: False