
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং -এর একটি ভিডিও বেশ ঘুরপাক খাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এক মহিলা কংগ্রেস নেতার কাছে ৮৫০০ টাকা চাইতে এসেছিল যা কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে দিগ্বিজয় সিং তার নিরাপত্তা কর্মীকে মহিলাকে তাড়িয়ে দিতে বলছেন। ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”একজন মহিলা কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর কাছে রাহুল গান্ধীর গ্যারান্টি কার্ড থেকে 8500 টাকা সংগ্রহ করতে যান, দেখুন কিভাবে Khata khat khata khat টাকা দিয়ে দেই।“
তথ্য যাচাই করে আমরা দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, ছত্তিশগড়ের বস্তরের এক জনসভা থেকে রাহুল গান্ধী ‘মহালক্ষ্মী’ উদ্যোগ ঘোষণা করেন। যদি কংগ্রেস নির্বাচনে জয়ী হয় তাহলে দারিদ্র্যসীমার নিচে (বিপিএল) মহিলাদের জন্য প্রতি মাসে ৮,৫০০ টাকা বরাদ্দ করবেন। এই উদ্যোগের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন করা এবং দারিদ্র্য দূর করা।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, মুখ্যধারার অনেক প্রতিবেদনে ভাইরাল এই ভিডিওকে ঘিরে প্রতিবেদন পেয়ে যায়। ‘আজতক’-এর ২১ ফেব্রুয়ারি,২০২৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, গোয়ালিয়রের শহরের অবস্থিত একটি হোটেলে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং কর্মীদের সঙ্গে দেখা করছিলেন। দিগ্বিজয় সিংয়ের সঙ্গে দেখা করতে হোটেলে পৌঁছেছিলেন কংগ্রেস কর্মী। এই সময়ে, দিগ্বিজয় সিং যখন একপাশে দাঁড়িয়ে ভিন্দ জেলা কংগ্রেস সভাপতি মানসিংহ কুশওয়াহার সঙ্গে কথা বলছিলেন ঠিক সেই সময়েই গুনার বাসিন্দা ডঃ লীনা শর্মা দিগ্বিজয় সিংয়ের সঙ্গে দেখা করতে এগিয়ে আসেন। এটা দেখে দিগ্বিজয় সিং-এর নিরাপত্তা কর্মী লীনা শর্মাকে সেখান থেকে চলে যেতে বলে। লীনা শর্মাকে কাছে আসতে দেখে দিগ্বিজয় সিংও রেগে যান।
এমতি তাক, টিভি৯ মধ্যপ্রদেশ ছত্তিশগড়, ইটিভি ভারত সহ অন্যান্য প্রতিবেদন অনুসারে, রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা নিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা করতে গোয়ালিয়রের সেন্ট্রাল পার্ক হোটেলে পৌঁছেছিলেন দিগ্বিজয় সিং।
এই ঘটনার পর লীনা শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, বারাণসী লোকসভা আসনে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেসের টিকিট চাইতে গিয়েছিলেন দিগ্বিজয় সিংয়ের কাছে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি পুরনো এবং ২০২৪ লোকসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ফেসবুক পোস্টে করা দাবি, কংগ্রেসের নির্বাচনী প্রচারে করা প্রতিশ্রুতি অনুযায়ী মহিলা তার ৮৫০০ টাকা চাইতে গেলে তাকে কংগ্রেস নেতা দ্বারা তাড়িয়ে দেওয়ার দাবিটি মিথ্যা।

Title:কংগ্রেসের নির্বাচনী প্রচারে করা প্রতিশ্রুতি অনুযায়ী মহিলা তার ৮৫০০ টাকা চাইতে গেলে কংগ্রেস নেতা মহিলাকে তাড়িয়ে দিচ্ছে? জানুন ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Misleading