ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি, ১৪ জন ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করলেন যোগী

False Political

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘মিশন শক্তি প্রকল্পের আওতায় ১৪ জন ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করলেন। পোস্টের ছবিতে আদিত্যনাথকে দেখা যাচ্ছে এবং তার নিচে লেখা রয়েছে,
“উত্তরপ্রদেশ মিশন শক্তি প্রকল্পে মাত্র দুই দিনে ১৪ জন ধর্ষক কে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করলেন যোগী সরকার। এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই যোগী জি।“ এর ক্যাপশনে লেখা রয়েছে, “না, এটা কোনো বাংলার মিডিয়া প্রচার করবে না।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষার জন্য ‘মিশন শক্তি’ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রকল্পের আওতায় কোনও ধর্ষকের ফাঁসির ঘোষণা করা হয়নি।  

UP Yogi Claim.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই

প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম ‘দ্যা হিন্দু’ – এর চলতি বছরের ১৭ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে জানতে পারি, 

নবরাত্রির সূচনাতে রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য ‘মিশন শক্তি’ কর্মসূচির উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, রাজ্যের ১৫৩৫টি থানায় মহিলাদের অভিযোগ জানানোর জন্য একটি আলাদা কক্ষ থাকবে। তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এখান থেকে এই কর্মসূচির সূচনা করতে পেরে। রাজ্যের প্রত্যেক মহিলার সুরক্ষা ও সম্মানকে সুনিশ্চিত করাই এই মিশনের লক্ষ্য।’’ 

Yogi mission shakti.png
প্রতিবেদন আর্কাইভ 

এরপর সংবাদপত্র ‘দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস’ – এর ২১ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে জানতে পারি,
মিশন শক্তি প্রকল্পের তিন দিনের মাথায় রাজ্যের মামলা-মোকদ্দমা অধিদপ্তর তাদের নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত প্রায় ৪০০ টি মামলা চিহ্নিত করেছে। এই ৪০০ টির মধ্যে ১৩৪টি হল “গুরতর প্রকৃতির” অপরাধ। এই মামলাগুলির শুনানি আগে হবে। 

Yogi Mission Shakti 2.png
প্রতিবেদন আর্কাইভ 

এছাড়া, বিভিন্ন রকম কিওয়ার্ড সার্চ করে মিশন শক্তির আওতায় ১৪ জন ধর্ষকের ফাঁসির ঘোষণার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায় না। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষার জন্য ‘মিশন শক্তি’ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রকল্পের আওতায় ১৪ জন ধর্ষকের ফাঁসির ঘোষণার দাবি একেবারেই ভুয়ো।

Avatar

Title:ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি, ১৪ জন ধর্ষকের ফাঁসির ব্যবস্থা করলেন যোগী

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *